গতকাল ২৬ জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস। যা ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের একটা দিন। আর তার আগের দিনই সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে পদ্ম সম্মান (Padmashree) প্রাপকদের তালিকা। আর সেই তালিকায় রয়েছে বলিউডের (Bollywood) খ্যাতনামা অভিনেত্রী রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) নাম।
সিনেমা জগতে রবিনার অবদানকে সম্মান জানানোর জন্য তাকে সম্মাননা জানাচ্ছে ভারত সরকার। আর এবার এই খবর প্রকাশ্যে আসতেই আবেগে ভাসলেন অভিনেত্রী। এত বড় সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি বিশেষ একজনকে উৎসর্গ করলেন এই পুরস্কার।
রবিনা ট্যান্ডনের কথায়, ‘আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। ভারত সরকারকে অনেক ধন্যবাদ, আমার অবদান, আমার জীবন, আমার আবেগ এবং উদ্দেশ্য- সিনেমা এব শিল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য, শুধুমাত্র সিনেমা শিল্পেই নয়, তার থেকই বেশি কিছুতে অবদান রাখতে চাই।’
তিনি আরো বলেন, ‘সিনেমার শিল্প ও নৈপুণ্য এই যাত্রার মধ্যে যারা আমাকে পথ দেখিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেকেই এই যাত্রায় আমার পাশে ছিলেন এবং যারা আমাকে তাদের জায়গা থেকে দেখেছেন। আমি আমার বাবার কাছে ঋণী’। হ্যাঁ, তিনি এই পুরস্কার উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবা রবি ট্যান্ডনকে।
প্রসঙ্গত, W20-এ প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন রবিনা ট্যান্ডন। আর ঠিক তার পরের দিনই পদ্ম সম্মানের খবরটি প্রকাশ্যে এসেছে। এদিকে কাজের কথা বললে, বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধারার ছবিও করছেন এখন। কিছুদিন আগেই আত্মপ্রকাশ করেছেন ওয়েব সিরিজেও।
অন্যান্য পুরস্কারের কথা বললে, ২০০১ সালে কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে একজন নির্যাতনকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে তিনি। ওই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। পাশাপাশি জানিয়ে রাখি, এমএম কিরাবানি, তবলা বাদক জাকির হুসেন এবং গায়ক বাণী জয়রাম যথাক্রমে পদ্মবিভূষণ এবং পদ্মভূষণে সম্মানিত হয়েছেন।