সেলিব্রেটি বলতেই যাদের নাম মাথায় আসে তারা হল বলিউড (Bollywood) তারকা। অনেকের কাছে তো আবার তারা ভগবানতুল্য। তো এহেন মানুষগুলির পোশাক আসাকের জাঁকজমকও কিন্তু কম নয়। কিন্তু আপনারা কি জানেন যে, আপনাদের এই প্রিয় তারকারা অভিনেতার পাশাপাশি দারুণ ব্যবসায়ীও (Business Person) বটে। আমরা এমন ৭ জন বলিউড তারকাদের একটি তালিকা নিয়ে এসেছি যারা নিজেরা বড় ব্র্যান্ডের (Brand) মালিক।
১) কে বিউটি : বলি ডিভা ক্যাটরিনা কাইফের মেকআপ ব্র্যান্ড হল কে বিউটি। জনপ্রিয় সংস্থা নাইকার সাথে যুক্ত রয়েছে ব্র্যান্ডটি। এই ব্র্যান্ডের ৪৮ টি বিউটি প্রোডাক্ট ইউরোপে তৈরি হয়।
২) HRX : হৃতিক রোশনের HRX হল প্রথম স্বদেশী ফিটনেস ব্র্যান্ড যা ভারতে Adidas এবং Nike-র কম্পিটিটর হয়ে এসেছে। ২০১৩ সালে তৈরি হওয়া এই ব্র্যান্ডটির জনপ্রিয়তা সত্যিই দেখার মত। পোশাকের পাশাপাশি এটি ফিটনেস ট্র্যাকার, জিম রেজিমেন এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবসাও করে থাকে।
৩) অল অ্যাবাউট ইউ : ২০১৫ সালে দিপীকা পাড়ুকোন একটি পোশাকের ব্র্যান্ড খোলেন। নাম দেন ‘অল অ্যাবাউট ইউ’। মিন্ত্রার সাথে যুক্ত রয়েছে এই ব্র্যান্ডটি। তাছাড়া মিন্ত্রা এবং জবং ছাড়া অন্য কোথাও এই ব্র্যান্ডের পোশাক আপনি পাবেননা। তবে সম্প্রতি ব্র্যান্ডটি কানাডার ওয়ালমার্টে উপলব্ধ করা হয়েছে।
৪) নুশ: ২০১৭ সালে অনুশকা শর্মাও এই ব্যবসায় নাম লেখান। অনুশকার এই ব্র্যান্ডটি মূলত আরামদায়ক এবং কাম্ফর্টেবল পোশাক বানায়।
৫) প্রোল : তালিকার পরবর্তী নাম প্রোল যার উদ্যোক্তা টাইগার শ্রফ। এই ব্র্যান্ড টি-শার্ট, ট্যাঙ্ক, শর্টস থেকে শুরু করে সোয়েটশার্ট, জগার, ট্র্যাক-প্যান্ট এবং কম্প্রেশন পরিধান পর্যন্ত পোশাক বিক্রি করে।
৬) হাউস অফ পতৌদি : সম্প্রতি মিন্ত্রার সাথে হাত মিলিয়ে নতুন ব্র্যান্ড খুলেছে সইফ আলি খান। সাধারণত ভারতীয় পোশাক বানিয়ে থাকে এই সংস্থা।
৭) বিয়িং হিউম্যান : সালমান খানের বিয়িং হিউম্যানের কথা জানেনা এমন মানুষ বোধহয় এই ভারতে নেই। এটি ২০১৭ সালে সালমান খানের তৈরি একটি ব্র্যান্ড, যা দ্য বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের সাথে যুক্ত।