কন্ট্রোভার্সি কুইন বললে যার কথা সবার আগে মাথায় আসে তা হল, কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। টুইটারে (Twitter) ফিরতেই ফিরে গেছেন স্বমহিমায়। এসেই ইন্ডাস্ট্রিকে নিয়ে বোমা ফাটিয়েছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এখন উঠেপড়ে লেগেছেন ‘পাঠান’র (Pathan) পেছনে। টুইটারে একের পর এক টুইপ করে চলেছেন তিনি।
‘পাঠান’র সাফল্যের কথা মানলেও অভিনেত্রী মনে করিয়ে দিয়েছেন, ছবিতে শত্রুদেশ পাকিস্তান, আইএসআই-কে ভালো চোখে দেখানো হয়েছে। আর এই প্রসঙ্গে এক শাহরুখ ভক্ত কঙ্গনাকে মনে করিয়েছেন ‘ধাকড়’র কথা। সবে মিলিয়ে মাত্র ২.৫৮ কোটি টাকা আয় করেছিল ছবিটি। এদিকে ‘পাঠান’র প্রথম দিনের আয় ১০০ কোটি।
কমেন্টকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কঙ্গনা বলেন, ‘হ্যাঁ, ধাকড় একটা ঐতিহাসিক ফ্লপ ছিল, আমি কি কখন তা অস্বীকার করেছি? দশ বছরে এটি শাহরুখজির প্রথম সফল ছবি, আমরাও ওর থেকে অনুপ্রেরণা নিই, আশা করি আমরাও একই রকম সুযোগ পাব যা এই দেশ ওকে দিয়েছে। এত কিছুর পরেও ভারত মহান, উদার, জয় শ্রী রাম।’
তবে ২৫ জানুয়ারি ইমারজেন্সি’ র্যাপ আপ পার্টি শেষে ‘পাঠান’ নিয়ে প্রশংসা করে বলেছিলেন, এধরনের ছবির সাফল্য পাওয়াই উচিত। যদিও ছবির গল্প দেখার পর অন্য সুর ঝরে পড়ল অভিনেত্রীর গলায়। ‘পাঠান’-এর ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া প্রসঙ্গে করণ জোহর সম্প্রতি বলেছেন, ‘ভালোবাসা সবসময় ঘৃণার উপরে স্থান পায়’।
এছাড়াও কঙ্গনা লিখেছেন, ‘যারা বলছেন পাঠান ছবিটি ঘৃণার উপরে ভালোবাস দিয়ে সকলের মন জিতে নিয়েছে, তাদের সঙ্গে আমি একমত। কিন্তু কার ঘৃণার উপরে গিয়ে ভালোবাসা জিতে গিয়েছে? যারা একথা বলছেন তাদের জানা উচিত টিকিট যারা কিনছেন, যারা ভালোবাসা দেখাচ্ছেন, তারা সকলেই কিন্তু ভারতবাসী।’
Haan ji Dhaakad bahut badi historic flop rahi hai, iss baat se maine kab mana kiya? SRK ji ki dus saal mein yeh pehli film chali hai,hum bhi unse prerna lete hain, ummeed hai jaise Bharat ne unko mauka diya humko bhi milega, after all yeh Bharat Mahan hai udar hai,Jai Shri Ram🚩
— Kangana Ranaut (@KanganaTeam) January 27, 2023
কঙ্গনার আরো সংযোজন, ‘আর এদেশে ৮০ শতাংশ হিন্দু বাস করেন অথচ পাঠান ছবিতে শত্রু দেশ পাকিস্তান এবং পাক গুপ্তচর সংস্থা ISI-কে ভালো চোখে দেখানো হয়েছে। ঘৃণার উপরে গিয়ে ভারতের এই চেতনাই মহান করে তোলে।’ কঙ্গনার কথায়, ‘এটি ভারতের ভালবাসা যা শত্রুদের ঘৃণা এবং ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে। কিন্তু যারা একটু বেশিই আশা করছেন তাদেরকে বলি, দয়া করে নোট করুন… পাঠান শুধু এক ছবি, তবে জয় শ্রী রাম…জয় শ্রী রাম এই ধ্বনিটা সবসময়ের জন্য অনুরণিত হবে।’