বিজ্ঞানীদের অতি উন্নত টেলিস্কোপে ধরা পড়ল প্রজাপতি। যার খাতায়-কলমের নাম ‘স্পেস বাটারফ্লাই’ বা ‘মহাকাশ প্রজাপতি’। গ্যাস দিয়ে নির্মিত এই মহাজাগতিক ঘটনার স্থলে রয়েছে উচ্চ তাপমাত্রা। ১০ হাজার ডিগ্রি সেলসিয়াস হলেও অবাক হওয়ার কিছু নেই। পৃথিবীর থেকে এই প্রজাপতির দূরত্ব আনুমানিক ৩ হাজার থেকে সাড়ে ৬ হাজার আলোকবর্ষ। বৈজ্ঞানিক ভাষায় এর নাম দেওয়া হয়েছে ‘এনজিসি ২৮৯৯’।