জেল থেকে মুক্তি পেলেন না রিয়া, উল্টে আরও বেড়ে গেল গারদে থাকার মেয়াদ

জেল থেকে মুক্তি মিলল রিয়া এবং সৌভিক চক্রবর্তী সহ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় জড়িত বাকিরা। পুলিশি হেফাজতেই আপাতত থাকতে হবে তাদের। এদিন শেষ হচ্ছিল রিমান্ডে থাকার সময়। তাই রিয়ার মুক্তির একটা আশা তৈরি হয়েছিল। যদিও তা উড়িয়ে দিয়ে আদালতের পক্ষক থেকে বলা হয়েছে, ২০ অক্টোবর পর্যন্ত তাদের থাকতে হবে গারদের পিছনে।

Avatar

Koushik Dutta

X