অফবিট,কেরালা,অনুপ্রেরণামূলক কাহিনী,পদ্মাবতী নায়ার,শাড়ির ব্যবসা Offbeat,Kerala,Inspirational Story,Padmabati Nayar,Saree Business

Papiya Paul

প্রতিভার কোনো বয়স নেই! ১০১ বছর বয়সেও নিজের হাতে ডিজাইন করেন শাড়ি, এই ব্যবসা করেই লাখপতি ঠাকুমা!

যে কোন কাজে সফল হতে গেলে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসার প্রয়োজন হয়। আর এগুলোর জেরেই একজন মানুষ সফলতার শীর্ষে পৌঁছে যান। আর নিজেকে সফল প্রমাণ করতে বা পরিশ্রমের কোনও বয়স হয় না। সঠিক ভাবে পরিশ্রম করতে পারলে সেখানে সাফল্য আসবে। আর এই কথাটি প্রকৃষ্ট উদাহরণ হলেন ১০১ বছর বয়সী এক বৃদ্ধা।

   

এই বয়সেও নিজের অদম্য ইচ্ছে ও মনের জোরকে সঙ্গী করে তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এনার নাম পদ্মাবতী নায়ার। যিনি কেরালা ত্রিশূরের বাসিন্দা। ১০১ বছর বয়সেও তিনি প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করেন। আবার শাড়ির ডিজাইন এবং অলংকরন এর কাজ করে থাকেন। তার দক্ষ হাতে তৈরি হয় একের পর এক শাড়ি।

আর এই কাজ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি এটা উপভোগ করি এবং এটি আমাকে অনেক তৃপ্তি দেয়।” তাকে এ কাজে তার মেয়ে এবং পুত্রবধূ সাহায্য করে থাকে। তারা শাড়ি নিয়ে আসেন। আর সেই শাড়ির উপরে নকশা প্রস্তুত থেকে রং করা, ডিজাইন করা সবকিছুই করেন পদ্মাবতী। তার জীবনের মূলমন্ত্র এটাই হলো,”কাজে ব্যস্ত থাকুন, এবং অন্যের জীবনে কোনো হস্তক্ষেপ করবেন না।”

তিনি তার কাজের থেকে যা উপার্জন হয় সেই অর্থ নিজের জন্য খরচ করেন না। বরং তিনি তার নাতির জন্য ব্যয় করেন। বয়সে তিনি এত বেশি হলেও মানসিকতা একেবারে আধুনিক। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তার তৈরী একটি শাড়ির দাম প্রায় ১১ হাজার টাকা। আর হাতের কাজের ওড়নার দাম প্রায় ৩ হাজার টাকা।