কথায় আছে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে লেখাপড়া করা অত্যন্ত প্রয়োজন। এই কথাটি ভুল প্রমাণ করেছেন ২৩ বছরের একটি ছেলে। এই ছেলেটির নাম ত্রিশানিত(Trishneet Arora) যিনি মুম্বাইতে থাকেন। ছোটবেলা থেকেই তাঁর পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না। এই জন্য তার অভিভাবকেরা তাকে নিয়ে খুব চিন্তাতে থাকতো। কিন্তু মাত্র ২৩ বছর বয়সেই যে এত সাফল্য অর্জন করবে এটা কখনোই ভাবতে পারেনি তার পরিবারের লোকেরা।
বর্তমানে তিনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে গিয়েছেন। আসলে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি তার মন না বসলে ও কম্পিউটার এবং ভিডিও গেমের প্রতি প্রবল আগ্রহ ছিল। ছোটবেলায় সে একেবারে গেমের নেশায় আসক্ত ছিল যে তার বাবা কম্পিউটারে বারবার পাসওয়ার্ড চেঞ্জ করত। আর তিনি পাসওয়ার্ড হ্যাক করে আবার কম্পিউটারে গেম খেলতে বসে যেতেন। এরপর তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়ার সময় ফেল করেন। তখন স্কুলের প্রধান শিক্ষক তার অভিভাবককে ডেকে পাঠান।
আর এরপর থেকে কম্পিউটার নিয়ে তার ক্যারিয়ার গড়ে তোলার চিন্তাভাবনা ঘুরতে থাকে। বাবার সমর্থন পাওয়ার পরে কম্পিউটার বিষয়ক খুঁটিনাটি জানার আগ্রহ আরও বেড়ে যায় ত্রিশানিতের। মাত্র ১৯ বছর বয়সে কম্পিউটার ফিক্সিং এবং সফটওয়্যার পরিষ্কার করতে শিখে গিয়েছিলেন। ধীরে ধীরে ছোট ছোট প্রকল্পের কাজ পান। তার প্রথম উপার্জন ছিল ৬০ হাজার টাকা।
আর এই টাকা দিয়ে নিজের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন তিনি। এরপরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এই ছেলে এখন টিএসসি সিকিউরিটি সলিউশন কোম্পানির মালিক। এই কোম্পানি একটি সাইবার নিরাপত্তা কোম্পানি। এখানে রিলায়েন্স কোম্পানির মালিক, এসবিআই ব্যাংকের প্রধান ম্যানেজার, পাঞ্জাব পুলিশ আরো বিখ্যাত মানুষেরা তার গ্রাহকের লিস্টে রয়েছে। এদেশে তার চারটি অফিস রয়েছে এমনকি দুবাইতেও রয়েছে তার একটি অফিস।