দীর্ঘ প্রায় কয়েকবছর পর ঈদের মরশুমে সিনেমা হলে ঝড় তুলতে এলেন বলিউড (Bollywood) ভাইজান সলমান খান (Salman Khan)। চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ২১ তারিখ বক্স অফিসে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কি ভাই, কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ka Jaan)। এই ছবি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন নির্মাতারা। কিন্তু ছবি মুক্তির দিনেই এল দুঃসংবাদ।
‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন সলমান খান এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী পূজা হেগড়ে। ছবি মুক্তির প্রথম দিনেই এলো খারাপ সংবাদ। যা শুনে রীতিমতো মাথায় হাত পড়েছে প্রযোজক থেকে শুরু করে নির্মাতাদের। শোনা যাচ্ছে, সিনেমা মুক্তির প্রথম দিনই তা ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে।
সূত্রের খবর, যেসব ওয়েবসাইটে এই সিনেমা দেখা যাচ্ছে সেখান থেকে খুব সহজেই করা যাচ্ছে ডাউনলোডও। যদিও পিকচার কোয়ালিটি মোটেই ভালো নয়। কিন্তু তাতে কি বা যায় আসে। অনেকেই খুব সহজে এই ওয়েবসাইট গুলি থেকে ডাউনলোড করে নিচ্ছে সদ্য মুক্তি পাওয়া সলমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’।
বলিউড ভাইজানের মতো বিগ বাজেটের সুপারস্টার এই ছবি মুক্তি পাওয়ার প্রথম দিন এই ওয়েবসাইটে চলে আসায় রীতিমতো চিন্তায় পড়েছেন প্রযোজক থেকে শুরু করে ছবির নির্মাতারা। বিষয়টি একেবারে হালকাভাবে নিতে চাইছেন না কেউই। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
যদিও পাইরেসির ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও বহুবার ঘটেছে এই একই ধরনের ঘটনা। পাইরেসি একটা বড়সড় অপরাধ মূলক ঘটনা ঘটলেও এই অপরাধের নেই কোনো প্রতিকার। আর এবার এই পাইরেসির কবলে পড়ল সলমানের নতুন সিনেমা।