অফবিট,অনুপ্রেরণামূলক কাহিনী,বিশাখ মন্ডল,যাদবপুর বিশ্ববিদ্যালয়,চাকরি,Offbeat,Inspirational Story,Bisakh Mandal,Jadavpur University,Service

Papiya Paul

মা অঙ্গনওয়াড়ি কর্মী, ফেসবুকে প্রায় ২ কোটি টাকার চাকরি পেলেন বাংলার ছেলে বিশাখ মন্ডল

জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াই করে যারা এগিয়ে যেতে পারবে তারাই ভবিষ্যতে সফল হতে পারবে। এই কথা ফের একবার প্রমাণ করে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশাখ মন্ডল(Bisakh Mandal)।

   

এই মুহূর্তে তিনি ফেসবুক এবং গুগল থেকে মোটা অঙ্কের টাকার চাকরির সুযোগ পেয়েছেন। তাকে ফেসবুক থেকে ১ কোটি ৮৩ লক্ষ টাকা ও গুগল থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকার কাজের অফার দেওয়া হয়েছে। তবে তার জীবন কিন্তু মোটেই এত সহজ ছিল না। নিজের জীবনের কথা জানিয়েছেন তিনি।

বিশাখ বলেছেন যে তিনি তার মায়ের জন্যই এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন। তার যখন ৩ বছর বয়স তখন থেকেই তার মা তাকে একা হাতে সামলেছেন। তিনি রামপুরহাটের বাসিন্দা। সেখানেই জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি দ্বাদশ স্থান অধিকার করেছিলেন। এরপর কম্পিউটার সাইন্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি হন। জীবনের প্রথম সময়ে ভাড়া বাড়িতে থাকতেন। পরে অবশ্য আত্মীয়দের সাহায্যে একটি ছোট ফ্ল্যাটে ওঠেন তারা।

তার মা শিবানী মন্ডল একজন অঙ্গণওয়ারি কর্মী। তিনি বলেন যে ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। অঙ্গনওয়ারি কর্মীর সামান্য বেতনে সংসার চালানো খুব কষ্টকর ছিল। বাপের বাড়ির সাহায্য ছাড়া এই জায়গাতে পৌঁছানো যেত না। বিশাখ জানিয়েছেন যে প্রথমে গুগলের অফার পেলেও রাতে ১২ টার সময় ফেসবুকের আরো মোটা অংকের টাকার চাকরির সুযোগ আসে। এরপরেই মাকে ঘুম থেকে তুলে সুখবর দিলে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। আগামী আগস্ট বা সেপ্টেম্বরে তিনি কাজে যোগ দেবেন। এখন তাদের বাড়িতে খুশির হাওয়া।