আর যেন তর সইছে না! জানলা দিয়ে বরকে আসতে দেখে নেচে উঠল বিয়ের কনে, মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন অনেক কিছুই নতুনত্ব দেখা যায়। সেখানে যেমন মজার কান্ড থাকে, কখনও বা দুঃখ আবার কখনো মানুষের নানা প্রতিভার কাহিনীও পাওয়া যায়। আর এখন বিয়ের মরশুমে নানা রকমের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সেইসব ভিডিওতে কখনও রয়েছে নাচ কখনো বা নতুনভাবে নতুন উপায়ে সেলিব্রেশনের মুহূর্ত। কখনো আবার পুরনো প্রথা ভেঙে নতুন প্রথা গড়ার গল্প।

এরকমই এক মজাদার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে বরযাত্রী নিয়ে ঘোড়ায় চড়ে ব্যান্ড বাজিয়ে বরের আগমন। ঠিক সিনেমার মতোই জানলা দিয়ে বরকে উঁকি মেরে দেখছেন হবু কনে। বরকে ঘোড়ায় চড়ে আসতে দেখে নিজেও ব্যান্ডপার্টির আওয়াজে কোমর দোলাতে শুরু করেছেন কনে।

এই সুন্দর মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তেই। উল্লেখ্য, কয়েকদিন আগেই আর একটি বিয়ের অনুষ্ঠানে এক বাঙালি বর-কনে রবীন্দ্রনাথের গানে নাচ দেখিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

দেখুন নতুন এই ভিডিও-

Papiya Paul

X