‘পশু হলেও এঁরাও জানে ভারতীয় সেনাবাহিনী আমাদের রক্ষক’, জওয়ানদের সাথে হরিণের হাঁটার ভিডিও ভাইরাল

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কোন জিনিসই ভাইরাল হতে সময় নেয়না। যেকোনো আশ্চর্য ঘটনা, গুরুত্বপূর্ণ কিছু দেখলে সেটা মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেই ভাইরাল হয়ে যায়। এমনই নিত্য নতুন ভিডিও এখন প্রায়শই দেখা যায়। যেখানে মজার ভিডিও যেমন থাকে, তেমনি দুঃখের কাহিনী, কখনো বা মানুষের নানা প্রতিভার ভিডিও থাকে। এর সাথেই থাকে বিভিন্ন পশু পাখির কাণ্ডকারখানা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বন্যপশুর সঙ্গে মানুষের এত গভীর সম্পর্কের ভিডিও দেখা দিয়েছে যা দেখে সকলেরই মন ছুঁয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে বনের মধ্যে নিয়ে যাচ্ছেন একদল ভারতীয় সেনার জওয়ান। আর তাদের সঙ্গে শান্তভাবে হেঁটে চলেছে একটি হরিণ।

মানুষের সঙ্গে হরিণের হাঁটার এই দৃশ্য দেখে মনেই হচ্ছে না যে হঠাৎ করেই জওয়ানদের সামনে এসেছে হরিণটি। বরং দেখে মনে হচ্ছে, মানুষের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে হরিণের। এই হরিণটি একাই ছিল, যা দেখে মনে হচ্ছে হরিণটি দলছুট হয়েছে।

আর এতসুন্দর একটি ভিডিও ডিম্ভাত নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে, এরাও জানে ভারতীয় সেনাবাহিনী আমাদের রক্ষক। মানুষের সাথে পশু প্রেমের এমন ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। যদিও এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু এই ভিডিও যে নেটিজেনদের মন ভালো করে দিয়েছে, তা বলা বাহুল্য।

Papiya Paul

X