Papiya Paul

তুষার ঝড়ের মধ্যেও দেশরক্ষায় ঠায় বন্দুক হাতে দাঁড়িয়ে ভারতীয় জওয়ান, ভিডিও দেখে কুর্নিশ নেটিজেনদের

শীতকালে আমাদের এখানে ঠান্ডা পড়লেই আমরা হিমশিম খেয়ে যাই। একটু ঠান্ডা পড়লেই আমাদের লেপের প্রয়োজন হয়। আর এই ঠান্ডায় বরফের জায়গায় দিনরাত দাঁড়িয়ে থাকেন ভারতীয় জওয়ানরা। ভারতমাতার সম্মান রক্ষার্থে তারা এই কাজ পালন করেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

   

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান তুষার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছেন। আমাদের বীর সৈনিক আর তাদের বীরত্ব দিয়ে দেশের সম্মান রক্ষা করেন, জওয়ানদের এরকম অনেক সাহসিকতার গল্প আমরা শুনেছি। ভারতের মানুষেরা যাতে ভালোভাবে থাকতে পারে সেজন্য বর্ডারে দাঁড়িয়ে দিন-রাত পাহাড়া দেন জওয়ানরা। এরকম কঠিন এলাকায় আমরা সামান্য কিছুক্ষণ দাঁড়াতে পারবো না সেখানে এই জওয়ানরা ভারতমাতার সম্মান রক্ষার্থে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছেন।

এই ভিডিও দেখে সকলেই কুর্নিশ জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের উধমপুর জনসংযোগ আধিকারিক তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই ভিডিওটি টুইট করেছেন। আর এই ভিডিও টুইট করার সময় তিনি লিখেছেন, “আমরা আমাদের লক্ষ্যে সহজে পৌঁছাতে পারি না কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি এবং ত্যাগের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সবার একটাই জীবন আছে কিন্তু দেশে পরাধীনতা এলে পাশে কে দাঁড়ায়”?

রাইফেল হাতে ভারতীয় জওয়ানরা তুষার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। চারিদিকে বরফে আবৃত রয়েছে তার। তুষারঝড়ে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তিনি এক চুলও জায়গা ছাড়েননি। এই ভিডিওটি কাশ্মীর সীমান্তে। এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে সকলে জওয়ানের এমন কাজকে প্রশংসা করেছেন।