ছোটবেলা থেকেই শেখানো হয় ‘একটি গাছ একটি প্রাণ’। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য গাছের গুরুত্ব অনেক। যদিও এখন সেগুলো মানা হয়না। বাস্তবের চিত্রটা পুরোটাই বদলে গিয়েছে। নিজেদের শখ-আহ্লাদ পূরণের জন্য, বিলাসবহুল বাড়ি তৈরি করার জন্য কিংবা বড় বড় কারখানা বানানোর জন্য নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। এর ফলে নানা প্রাকৃতিক বিপর্যয়, ভূমিধস, খরা, বন্যা, পরিবেশ দূষণ সবকিছুরই ভুক্তভোগী হতে হচ্ছে মানুষকে।
যদিও এগুলোতে মাথা ঘামানোর সময় নেই মানুষের। আজকে আপনাদেরকে এমন এক ব্যক্তির কথা জানাবো যিনি তার বাড়ি বানানোর জন্য এক অভিনব উপায় করেছেন। নিজের বাড়ি তিনি তার ৮৭ বছরের পুরনো আম গাছের উপরে বানিয়েছেন। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। তাহলে জেনে নিন বিস্তারিত।
এই ব্যক্তির নাম হল কে পি সিং. তিনি রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার বাড়িটি ৮৭ বছরের পুরনো আম গাছের ওপর বানানো হয়েছে। আর এই বাড়িটির নাম ট্রি হাউস। এই বাড়িটি চারতলা। কে পি সিং এই বাড়ির ডিজাইন সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছেনা। প্রত্যেকটি গাছের ডালকে সুন্দর ভাবে ব্যবহার করেছেন। এমনকি গাছের একটি শাখা তিনি টিভির স্ট্যান্ড হিসেবে তৈরি করেছেন।
আরেকটি শাখা দিয়ে সোফা বানিয়েছেন। অন্য একটি শাখা দিয়ে টেবিল তৈরি করেছেন। এছাড়া এই বাড়িতে বাথরুম, বেড্রুম, রান্নাঘরের ডাইনিং রুম রয়েছে। এই বাড়ি কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়নি। সেলুলার, স্টিল স্ট্রাকচার এবং ফাইবার সিট দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। এই বাড়ির উচ্চতা চল্লিশ ফুট। বাড়ির মাটি ৯ ফুট থেকে শুরু করা হয়েছে। বাড়ির সিঁড়িগুলো রিমোটের মাধ্যমে চালানো হয়। রাজস্থানের উদয়পুরে ঘুরতে এলে পর্যটকেরা তার বাড়িটি দর্শন করে যান। এই ব্যক্তির এমন অভিনব কীর্তি দেখে কুর্নিশ জানিয়েছেন সকলে।