নিউজশর্ট ডেস্কঃ শীতকাল মানেই হলো ঘুরতে যাওয়া, মজা করা। এই শীতের সময় বহু মানুষ পিকনিক করে থাকেন। বিভিন্ন জায়গায় মেলা বসে। আপনার বাড়ির আশেপাশেই একাধিক পিকনিক স্পট(Picnic Spot) রয়েছে। কলকাতাতেও অনেকগুলো পিকনিক করার সুন্দর জায়গা আছে। এমন একটি নতুন জায়গা হল বায়ো-ডাইভারসিটি পার্ক(Bio-Diversity Park)। অনেকেই এখনো এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত জানেন না।
আপনার যদি পিকনিক করার প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটিতে গিয়ে পিকনিক করতে পারেন। কলকাতা শহরের ভিআইপি রোডে এই পিকনিক স্পট অবস্থিত। এখানেই পাশ দিয়ে চলে গিয়েছে খাল। একসময় এখানে রাস্তা দিয়ে মানুষ নাক চাপা দিয়ে যেতেন এতটাই দুর্গন্ধ ছড়াতো। বর্তমান সময়ে এই জায়গাটি বায়োডাইভারসিটি পার্ক হিসেবে পরিচিত। দমদম পার্ক, বাঙ্গুর এভিনিউ, লেকটাউন এলাকা জুড়ে এই খালটি রয়েছে।
এই খালটিকে সংস্কার করে মনোরম পার্ক হিসেবে সাজানো হয়েছে। শহরের সৌন্দর্যয়নের নাম করে এই জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জানা গিয়েছে, এই পুরো কাজটি করতে রাজ্য সরকারের প্রায় ১০ কোটি টাকা খরচ হয়েছে। এখানে বড় বড় গাছ লাগিয়ে এলাকার সৌন্দর্য আরো বৃদ্ধি করা হয়েছে। গাছ দিয়ে সরণি তৈরি করা হয়েছে। এছাড়া সবুজ ঘাসের লন দিয়ে গোটা এলাকা খুব সুন্দর করে সাজানো হয়েছে।
আরও পড়ুন: ট্রেন-বাসের ঝক্কি শেষ! এবার এত কম সময়ের মধ্যে জলপথে চলে যাবেন দীঘা-পুরী!
সংস্কার করা হয়েছে খালটিকে। খালটির নাব্যতা বাড়ানো হয়েছে। যাতে জল না জমে থাকে। এই পার্কে ৬ খানা গেট রয়েছে, পার্কের ভেতরে নানারকমের ফুল গাছ রয়েছে। এখানে নানা রকমের দুর্গা ঠাকুরের মূর্তিও আছে। অন্যরকম ভাবে আপনার পিকনিক কাটাতে চাইলে চলে আসতেই পারেন বাড়ির কাছাকাছি এই পিকনিক স্পটে। আপনি বাড়ি থেকে রান্না করে খাবার এনেও এখানে মজা করে সময় কাটাতে পারেন। এখানে অনেক মানুষই বিকেল বেলায় ঘুরতে আসেন।