একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে গরম জলের হ্রদ, সময় পেলেই চলে যান এই অজানা লোকেশনে

নিউজশর্ট ডেস্কঃ পাহাড় বলতে শুধুমাত্র দার্জিলিং(Darjeeling) নয়। উত্তরবঙ্গের গা ঘেঁষে আরেকটি স্বপ্নের মত রাজ্য রয়েছে যার নাম সিকিম(Sikkim)। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি ও ধ্বসের ফলে সিকিমের অবস্থা বেহাল হলেও এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। সিকিমে বেশ কিছু অফবিট জায়গার(Offbeat Destination) সন্ধান এর আগেও আমরা প্রতিবেদনে দিয়েছি। আজকে তেমনি এক অজানা লোকেশনের(Travel) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

এখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। তাই অল্প কিছুদিন সময় পেলে আপনি এই সুন্দর পরিবেশ থেকে ঘুরে আসতে পারেন। সিকিমের পাহাড়ি জঙ্গল থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা যেন উঁকি দিয়ে লুকোচুরি খেলছে আপনার সঙ্গে। দক্ষিণ সিকিমের একটি অফবিট ডেস্টিনেশন হলো বরোঙ।

এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান সকল পর্যটকেরা। একেবারে অজানা-অচেনা আনকোরা একটা জায়গা। যেখানে পর্যটকদের তেমন ভিড়ে নেই বললেই চলে। সিকিমের এত নিরিবিলি একটা জায়গা খুঁজে পাওয়া বড়ই মুশকিল। এখানে একটি উষ্ণ জলের হ্রদ রয়েছে। যেটির নাম তাতা-পানি। এখানকার বাসিন্দারা এই জায়গাটির নামকরণ করেছে। তাতা কথাটির অর্থ হল উষ্ণ জল।

আপনারা জানলে অবাক হবেন এই উষ্ণ জলে হ্রদের পাশ দিয়ে আবার বরফ শীতল ঠান্ডা জলের নদী রঙ্গীতবয়ে গিয়েছে। এখানে স্নান করলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি মেলে। এই কারণে দূর দূরান্ত থেকে বহু মানুষ চলে আসেন এই তাতাপানির জলে গা ডুবিয়ে রাখার জন্য। এমনকি ভুটান থেকেও বহু লোক এখানে আসে। এখানে স্নান করার জন্য আপনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ বহু মানুষের লাইন পরে স্নান করার জন্য। গেজিং থেকে বরঙ যাওয়ার জন্য আপনি গাড়ি পেয়ে যাবেন। রাবাংলা পেরিয়ে এই জায়গায় যেতে হয়। আপনি চাইলে এখন থেকে ঘুরে আসতে পারেন।

Papiya Paul

X