Digha

Digha: সৌন্দর্য দেখে হবেন মুগ্ধ, দিঘার এই অফবিট লোকেশনের খোঁজ জানেন না অনেকেই

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবাংলার মানুষের পর্যটকদের কাছে দিঘা(Digha) একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রায় প্রত্যেক বছর এই সমুদ্র সৈকতে ভিড় করেন বহু পর্যটকেরা। আর তাই পর্যটকদের আকর্ষণ আরো বাড়ানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে দিঘাকে উন্নতভাবে সাজানো হচ্ছে।

এমনকি পর্যটকদের সুবিধার জন্য নিত্যনতুন পরিষেবা আনা হচ্ছে। তবে এমন অনেক পর্যটক আছেন যারা দীঘায় বহুবার ঘুরতে গিয়েছেন। কিন্তু অনেকেই দীঘায় ঘুরতে গেলেও এখনো ‘ঢেউ সাগর'(Dheusagar) ঘুরে আসেননি। এর কারণ এই জায়গাটি সম্পর্কে এখনো বহু মানুষ জানেন না। কিছুদিন আগেই এই নতুন জায়গাটি তৈরি করা হয়েছে। আর এই জায়গায় যারা গিয়েছেন তারা সকলেই মুগ্ধ হয়েছেন।

এই পার্কে ঢুকতে গেলে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। মাত্র কুড়ি টাকা টিকিট দিয়ে আপনি এই ঢেউসাগর ঘুরে দেখতে পারেন। এখানে দিনের বেলায় যেমন পুরো পার্কটি সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। ঠিক তেমনি রাতের বেলার সৌন্দর্য একেবারেই আলাদা হয়ে যায়। নিওন আলোতে পুরো পার্কটিকে সাজানো হয়।

আরও পড়ুন: Digha: এবার রাতেও ট্রেনে করে যেতে পারবেন দীঘা? জানুন কবে, কখন, কোথা থেকে ছাড়ে ট্রেন?

বিস্তর এলাকা জুড়ে এই পার্কটি তৈরী করেছে রাজ্য সরকার। দিনের বেলা এবং রাতের বেলা দুই সময়ে দুই রকমের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আপনারা। এখানে গেলে আপনি ফোয়ারা দেখতে পারবেন। এমনকি ট্রয় ট্রেনে করে পুরো পার্কটি ঘুরেও দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে। বাচ্চারা এই জায়গায় গেলে খুব আনন্দ উপভোগ করতে পারবে। তাই এবার আপনার যখন দীঘা যাওয়ার পরিকল্পনা থাকবে ভুলেও ঢেউ সাগর মিস করবেন না।

Papiya Paul

X