প্রতিভার কোনো বয়স নেই, বিড়ি বাঁধতে বাঁধতেই দুর্দান্ত গান গাইলেন এক গরীব মহিলা, ভিডিও দেখে প্রশংসা নেটিজেনদের

পৃথিবীর যেকোন প্রান্তের যেকোন গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা নতুনত্ব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ ঘরে বসেই দেখতে পারেন। আমাদের চারপাশে কোথায় কি ঘটছে, বিরল কোনো ঘটনা থাকলে সবকিছুই ঘটনার সাক্ষী থাকা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমানে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বহু মানুষ নিজের প্রতিভা, শিল্পীসত্তাকে হাজার হাজার মানুষের কাছে পৌছে দিতে পেরেছেন। আর তাদের সে প্রতিভার প্রশংসা করেছেন নেটিজেনরা।

সত্যি বলতে এমন কিছু প্রতিভা দেখে অনেকেই অবাক হয়েছেন। আর এই প্রতিভাবান শিল্পীরাও তাদের মধ্যে এই শিল্পীসত্তাকে খুঁজে পেয়েছে। সম্প্রতি সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে ফের এক গরিব মহিলার গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা খোলা মাঠের মধ্যে সতরিঞ্চি পেতে বিড়ি বাঁধছেন। তার এই কাজের হাতের গতি দেখেই বোঝা যাচ্ছে তিনি এই কাজ সবসময় করে থাকেন। এর সাথেই তিনি অবলীলায় গেয়ে চলেছেন গান।

এই ভিডিও অনুযায়ী তিনি একটি বাংলা ও একটি হিন্দি গান গেয়েছেন। হিন্দি গানে রাহাত ফাতে আলী খানের ‘মেরে রাসকে কামার’ আর বাংলা গানে ‘ধন্য ধন্য বলি তারে’ এই গানগুলো গেয়েছেন তিনি। আসলে পরিস্থিতি যতই খারাপ হোক নিজের ভালোবাসার জিনিস গানকে মনের মধ্যে যত্ন করে রেখেছেন তিনি। গানের মাধ্যমেই সেটি বোঝা যাচ্ছে। ওই মহিলা পূর্ব বর্ধমানের গোলসীর বাসিন্দা। বিড়ি বেঁধে যেটুকু আয় হয় সেটাই সংসারের কাজে লাগান। তার নাম হলো শিউলি মিদ্দার। আর এই ভিডিও অতীন্দ্র চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছে।

মহিলার গান শুনে অনেকেই বলেছেন যে তিনি সঠিকভাবে প্রশিক্ষণ পেলে আরো ভালো গান গাইতে পারতেন। এমনকি তার নিজের পায়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। এর আগেও অতীন্দ্র চক্রবর্তীর ভাইরাল ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। যদিও পরবর্তীকালে তিনি অতীন্দ্র চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তার অহংকার তাকে নিচে নামিয়েছে। এইবার এই নতুন শিল্পীর গান যে নেটিজেনদের মনে ধরেছে তা ভাইরাল ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।

Papiya Paul

X