Scholarship: এই বিশেষ ছাত্র-ছাত্রীদের জন্য ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ! কিভাবে করবেন আবেদন?

নিউজশর্ট ডেস্কঃ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করা হয়। ঠিক তেমনি সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত ঘরের মেধাবী পড়ুয়াদেরও বিভিন্ন রকমের স্কলারশিপার সুযোগ থাকে। কিন্তু তৃতীয় লিঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সমাজে কিংবা তাদের পড়াশোনার জন্য সেভাবে কোন সুযোগ সুবিধা থাকে না।

তবে আজকের এই প্রতিবেদনে তৃতীয় লিঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ(Scholarship) সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। যেখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে? কি কি ডকুমেন্টস প্রয়োজন? সমস্ত কিছুই জানার জন্য অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়তে হবে।

উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলোর মধ্যে অন্যতম একটি সংস্থা। দেশের তৃতীয় লিঙ্গের মানুষের আর্থিক সাহায্যের জন্য এই ব্যাংকের তরফ থেকে স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কলারশিপের জন্য ২৪ হাজার টাকা দেওয়া হবে। স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর পড়ুয়াদের জন্য ৪০ হাজার টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: Credit Card: ক্রেডিট কার্ড দিয়ে আর করতে পারবেন না এইসব পেমেন্ট! কড়া সিদ্ধান্ত নিতে পারে RBI

এই স্কলারশিপের জন্য কি যোগ্যতা লাগবে?
১) তৃতীয় লিঙ্গের পড়ুয়ারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পড়াশোনা করছেন বা বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
২) এক্ষেত্রে পড়ুয়াদের তাদের পূর্ববর্তী বার্ষিক পরীক্ষাতে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং পরিবারের মোট বার্ষিক আয় ১০ লক্ষের নিচে হতে হবে।

কিভাবে আবেদন করবেন?
১) এর জন্য আবেদনকারীকে প্রথমে buddy4study তে লগইন করে অপশনে ক্লিক করতে হবে।
২) এরপরে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৩) তারপর প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং টার্মস এন্ড কন্ডিশন-এ একসেপ্ট করতে হবে এবং প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে।
৪) সবশেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে।

Papiya Paul

X