‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্ক চলছে গত বছর ঝলকমুক্তির পর থেকেই। কলাকুশলীদের চরিত্রায়ন থেকে শুরু করে বেশভূষা, ভিএফএক্স, গ্রাফিক্স এরকম নানা বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিল সাধারণ মানুষ। তবে বহু আলোচনা জল্পনার পর অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। যে ছবিকে শুরু থেকেই এত বিতর্ক ঘিরে রয়েছে তার মুক্তি নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক।
তবে এসবের মাঝে ভক্তদের মন ভালো করতে এক বিশেষ উপায় বার করেছেন নির্মাতারা। সিনেমাহলের একটি আসন হনুমানের জন্য বরাদ্দ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা (A Seat will Be Left Vacant Wherever Adipurush Is Released )। এ বার জানা গেল, মাল্টিপ্লেক্সেও থাকবে বিশেষ ব্যবস্থা। প্রেক্ষাগৃহে একটি আসনের উপর হনুমান মূর্তি প্রতিষ্ঠা করে তাতে রোজ পুজো করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বহুল চর্চিত এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস (Prabhas)। এদিকে মাতা সীতার ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকে (Kriti Sanon)। এবং লঙ্কেশ রাবণরূপে সেজে উঠবেন সইফ আলি খান (Saif Ali Khan)। ১৬ জুন অর্থাৎ আজকের দিনেই হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত এই ছবি।
হাজারো বিতর্কের মধ্যে পড়লেও রামায়ণ-আশ্রিত এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের চিত্র নজরকাড়া। ইতিমধ্যেই নাকি ছবির খরচের ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছেন নির্মাতারা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ছবির আনুমানিক খরচ প্রায় ৫০০ কোটি টাকা। ছবি রিলিজ হওয়ার আগেই নানা কৌশলে ইতিমধ্যেই ৪৩২ কোটি টাকা ঘরে নিয়ে এসেছেন তারা।
যাইহোক, সিনেমা হলে হনুমানজির জন্য আলাদা আসন রাখার প্রসঙ্গে ওম রাউত বলেন, “আমার মা বলেন, যখনই রামায়ণ মঞ্চস্থ হয়, তখনই হনুমানজি দেখতে আসেন। তাই আমি ছবির পরিবেশক ভূষণ স্যর এবং অনিল (থাড়ানি, ছবির পরিবেশক)-এর কাছে আবেদন জানাচ্ছি যে, আমাদের ‘আদিপুরুষ’ ছবির একটি করে আসন যদি হনুমানজির জন্য ফাঁকা রাখেন তাঁরা। বিশ্বের যেখানেই আদিপুরুষ দেখানো হবে, হনুমানজির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি আসন আলাদা করে রাখার আবেদন জানাচ্ছি প্রযোজক এবং পরিবেশকদের কাছে।”