একেই বলে ভাগ্য! মাথায় বাজ পড়ার পরেও দিব্যি বেঁচে ফিরলেন এই ব্যক্তি, প্রকাশ্যে এল রোমহর্ষক ভিডিও

জীবনে নানারকম কঠিন সমস্যায় জর্জরিত হলে অনেকেই বলেন ‘মাথায় বাজ পড়েছে’। মারাত্মক খারাপ অবস্থা হলে সাধারণত এই কথা বলেন মানুষেরা। কিন্তু কোনদিন ভেবে দেখেছেন এই প্রবাদ বাক্য যদি বাস্তবে হয় তাহলে কি পরিণতি হতে পারে। আপনি ভেবে আশ্চর্য হবেন বাস্তবেই এরকম এক কাণ্ড ঘটে গেছে। সত্যি সত্যি বাজ পড়েছে এক ব্যক্তির উপর।

তবে এটা শুনলে আপনি আরো বেশি অবাক হবেন যে মাথায় বাজ পড়ে ও একপ্রকার অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। এই জন্যই হয়তো সকলে বলেন ভগবান সাথে থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি থেকে বেঁচে ফেরা সম্ভব। ওই ব্যক্তির ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। এটি ইন্দোনেশিয়ার ঘটনা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাস্থ এলাকায় এক কারখানায় নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন ওই ব্যক্তি।

সেখানে একদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল। আর কারখানার ভেতরে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নিরাপত্তাকর্মী। সে সময় হঠাৎ করেই তার মাথার ওপর আছড়ে পড়ে বজ্রবিদ্যুৎ। এরপর এই বিস্ফোরণের আগুন ঝলকানিতে চারিদিক যেন কেঁপে ওঠে। ওই ব্যক্তি বজ্রপাতের আঘাতে ছিটকে মাটিতে পড়েন। তাকে ভেজা মাটিতে কুঁকড়ে থাকা অবস্থায় দেখা গিয়েছে। ওই কারখানার সিসিটিভি ক্যামেরায় সমস্ত দৃশ্যের ভিডিও দেখা গিয়েছে।

আর এই দৃশ্য দেখে শিউরে উঠেছে নেটিজেনরা। সকলে অবাক হয়েছেন যে এত বড় দুর্ঘটনা থেকেও কিভাবে বেঁচে ফিরলেন ঐ ব্যক্তি? বেঁচে গেলেও তার হাতের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটিজেনরা তার এই ভাগ্যের প্রশংসা করছেন।

Papiya Paul

X