বিনোদন,টলিউড,অভিষেক চট্টোপাধ্যায়,তারা,Entertainment,Tollywood,Abhisekh Chatterjee,Star

Papiya Paul

‘অভিষেক চট্টোপাধ্যায় মহাকাশের তারা’, দেশের মধ্যে প্রথম কোনো অভিনেতার নামে মহাকাশে নক্ষত্রের নামকরণ

গত ২৪ শে মার্চ শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করেই মারা যান টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়(Abhisekh Chatterjee)। তার এই মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে। আর এবার টলিউডের  নক্ষত্র স্থান পেলো আকাশে। প্রয়াত অভিনেতার নামে মহাকাশের এক নক্ষত্রের নামকরণ করা হয়েছে গত ১৭ এপ্রিল।

   

এই কাজের দায়িত্বে ছিলেন প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়। প্রয়াত অভিনেতার শেষ অভিনীত ছবি ‘পঞ্চভুজে’র প্রযোজক ইনি। অভিনেতা তার নিজের নামে একটি তারা নামকরণের আবেদন আগেই করেছিলেন। এরপর অভিষেকের মৃত্যুর পর সেই অনুরোধ রেখেছেন তিনি।

টিভি নাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে প্রযোজক জানিয়েছেন যে তার বাবা-মায়ের নামেও তারা রয়েছে মহাকাশ। এই কথাটা শুনে খুব আগ্রহ প্রকাশ করেছিলেন অভিষেক। এমনকি অনুরোধ করেছিলেন যে তিনি মারা যাবার পর তার নামে একটি তারা নামকরণ করে দেওয়ার জন্য। এই মানুষটা যে এত তাড়াতাড়ি মৃত্যুর মুখে চলে যাবেন সেটা কখনোই ভাবতে পারেননি প্রযোজক সৌমেন।

প্রয়াত অভিনেতার আবেদন অক্ষরে অক্ষরে পালন করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমিক‍্যাল সোসাইটি’  এই বিষয়টি শুরু করেছে। নিজের প্রিয়জনের স্মৃতিতে মহাকাশের অসংখ্য এবং অজস্র তারাদের মধ্যে কোন একটি তারা বেছে নামকরণ করা যেতে পারে। সেই অনুযায়ী মোনোসেরস  বা ইউনিকর্ন নক্ষত্রপুঞ্জের একটি তারার নামে অভিষেক চট্টোপাধ্যায় এর নামকরণ হয়েছে।

এই তারাটির ম‍্যাগনিউটিউড ১৬.৪৪ ম‍্যাগ। এই তারাটি সাইনা এবং সংযুক্তার অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের জন‍্য জ্বলছে বলেও লেখা রয়েছে এই সোসাইটির তথ‍্যে। সৌমেন বাবু জানিয়েছেন যে  এই রাজ‍্য তথা দেশের মধ‍্যে প্রথম অভিনেতা যার নামে কোনো তারা রয়েছে মহাকাশে। অভিষেকের অনুরোধ যে প্রযোজক রেখেছেন এতেই খুব আপ্লুত হয়েছেন প্রয়াত অভিনেতার মেয়ে ও স্ত্রী।