রাস্তাঘাটে চলাচলের সময় অনেকক্ষেত্রেই মানুষজন তাদের প্রিয় পোষ্যকে বগলদাবা করে বা কোলে তুলে নিয়ে যেতে দেখা যায়। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই এই পোষ্য কুকুর কিংবা বিড়াল হয়। কিন্তু কোনদিন ভেবে দেখেছেন সিংহকে জাপ্টে ধরে নিয়ে রাস্তায় হন হন করে হাঁটবেন কেউ। বাস্তবে এমনই ঘটনা ঘটেছে।
রাস্তায় হনহন করে হেঁটে চলেছেন এক মহিলা। আর তার দুহাতে জাপটে ধরা রয়েছে সিংহ। ওই মহিলার কোল থেকে ছাড়ানোর মরিয়া চেষ্টা করছিল সিংহটি। দেখে মনে হচ্ছিল, ছাড়া পেলেই মহিলার ওপর এখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ওই মহিলা ও নাছোড়বান্দা। সিংহ যতই ছাড়ার চেষ্টা করছে ততই তিনি আরো তাকে জাপটে ধরে নিচ্ছে। কোন ভয় নেই তার রাস্তা দিয়ে এমনভাবে কিছুটা পথ হেঁটে চলেছেন ওই মহিলা। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, এই ভিডিওটি কুয়েতের। এই সিংহটি খাঁচা ভেঙে পালিয়ে গিয়েছিল। আর তারপরে লোকালয়ে ঢুকে পড়েছিল। এরফলে ওখানের সাভাইয়া এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই মহিলার এমন কীর্তি দেখে মনে হচ্ছে সিংহটির মালিক তিনি। লোকেদের কাছে খবর পেয়ে তিনি সিংহকে বাড়ি নিয়ে যেতে এসেচে। সিংহটি তার ভাবগতিক থেকে বুঝিয়ে দিয়েছিল সে বাড়ি যেতে চায় না। সিংহটি জোরে জোরে গোঁ গোঁ শব্দ করে গর্জন করছিল।
hate when this happens pic.twitter.com/laYa0FtSsI
— Dylan Burns🕊️🏳️🌈 (@DylanBurns1776) January 3, 2022
কিন্তু ওই মহিলার শক্ত করে জাপটে ধরা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় ওই সিংহ। ভিডিও দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। এমন সাহসকে কুর্নিশ জানালেও সাথে সাথেই অনেকে আবার সমালোচনা করেছেন। যে কোনো মুহূর্তে অঘটন ঘটে তার প্রাণ চলে যেতে পারত!