Papiya Paul

কেন্দ্রের নির্দেশ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে ভোটার কার্ড, জানুন মোবাইলে লিঙ্কের সহজ পদ্ধতি

জাতীয় নির্বাচন কমিশনের তরফের সুপারিশ অনুযায়ী আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করানোর বিষয়টি বুধবার দিন কেন্দ্রীয় সরকারের তরফে পাস করানো হয়েছে। যেখানে আপনাকে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি আবশ্যক বলে এখনও গৃহীত হয়নি। আপনি চাইলে করিয়ে রাখতে পারেন। আপনি এই কাজ অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই করতে পারেন।

   

তাহলে জেনে নিন, কিভাবে আপনি এই সংযুক্তিকরণ করবেন?

১) National Voter Service Portal এর মাধ্যমে অনলাইন লিঙ্ক করতে চাইলে আপনাকে প্রথমে https://voterportal.ei.gov.in/ ওয়েবসাইটটিতে গিয়ে নিজের মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে নিজের মন মতো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

২) এরপরেই আপনার জন্ম তারিখ,বাবার নাম,রাজ্য,জেলা ইত্যাদি সমস্ত তথ্য দিয়ে আপলোড করতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করলে যদি আপনার দেওয়া তথ্যের সাথে ডাটাবেসের সব তথ্য মিলে যায়, তাহলে আপনার কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য সেখানে দেখা যাবে।

৩) এরপরে আপনাকে স্ক্রিনের উপরে একদম বাঁ দিকে Feed Aadhaar no. নামক অপশনটিতে ক্লিক করলে সাথে সাথেই একটি পপ-আপ পেজ আসবে। যেখানে আপনার রেজিস্টারড মোবাইল নাম্বার ও রেজিস্টারড ইমেইল দিতে হবে। এর সাথে ভোটার আইডি নম্বর,আধার কার্ডে থাকা নাম এবং আধার নম্বর দিয়ে ফিলাপ করে পুরোটা একবার চেক করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর সব ঠিক থাকলে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

৪) এছাড়া আপনি 1950 নাম্বারে সকাল 10 টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে লিঙ্ক করাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড নাম্বারটি জানাতে হবে।

৫) এছাড়া SMS-র মাধ্যমে করতে হলে আপনাকে 51969 বা 166 নম্বরে আপনার আধার নম্বর পাঠাতে হবে।

৬) এছাড়া অফলাইনে করতে গেলে স্থানীয় প্রশাসনিক ভবনে আধিকারিকদের কাছে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বারটি জমা করতে হবে। এরপর সেখানকার আধিকারিক অফিসাররাই আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে দেবেন।

৭) আর এই লিঙ্কের স্ট্যাটাস জানতে https://voterportal.eci.gov.in/ গিয়ে দেখতে পারেন।