বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,অভিজিৎ ভট্টাচার্য,শাহরুখ খান,দীপিকা পাড়ুকোন,পাঠান,Bollywood,Entertainment,Gossip,Controversy,Deepika Padukone,Shahrukh Khan,Pathan,Abhijeet Bhattacharya

‘টুকরে টুকরে গ্যাং-র রানীর সঙ্গে শাহরুখ কী করছে?’ দীপিকাকে কটাক্ষ অভিজিৎ ভট্টাচার্যের

রিলিজ হওয়ার আগেই শোচনীয় অবস্থা ‘পাঠান’র। অশ্লীলতার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং দীপিকা পাডুকোনকে (Deepika Padukone)। ছবির নাম থেকে শুরু করে গান ‘বেশরম রং’ সবকিছু নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। আর তারপর থেকেই নির্মাতারা তাদের PR টিমকে কাজে লাগিয়েছেন প্রচার চালাতে।

বিতর্কের মাঝেই বেশ মোটা অংকের খরচ করছেন শাহরুখের প্রচারকরা। যদিও তাতে অবশ্য চিঁড়ে ভিজছে না মোটেই। বলিপাড়ার অভিজ্ঞ ব্যক্তিদের ধারণা আমিরের চলচ্চিত্রের মতোই অবস্থা হতে চলেছে কিং খানের পাঠানের। এদিকে এসবের মধ্যে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijeet Bhattacharya)।

‘পাঠান’ ছবির দুটি গান ‘বেশরম রং’ এবং ‘ঝুমে জো পাঠান’ শুনেছেন তিনি। আর তার মধ্যেই অরিজিৎ সিং-এর গাওয়া গানটি কার্যত বদলে ফেলার দাবি তুললেন এই বাঙালি গায়ক। এটা তো সকলেই জানেন যে, একটা সময় শাহরুখের অজস্র হিট ছবিতে প্লে ব্যাক করেছেন অভিজিৎ। আর আজ তারই আপত্তি এই গান নিয়ে।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,অভিজিৎ ভট্টাচার্য,শাহরুখ খান,দীপিকা পাড়ুকোন,পাঠান,Bollywood,Entertainment,Gossip,Controversy,Deepika Padukone,Shahrukh Khan,Pathan,Abhijeet Bhattacharya

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শাহরুখ ভক্তদের তৈরি করা একটি ভিডিও শেয়ার করে অভিজিৎ লিখলেন, ‘শাহরুখ খানের এখন বয়স হয়েছে। আমার মনে হয় এখন শাহরুখের নিজের সম্মানকে সামলে রাখা উচিত। এসব তাকে আর মানায় না।’ তবে এখানেই থেমে থাকেননি তিনি। কটাক্ষ শানিয়েছেন দীপিকাকেও।

দীপিকাকে টুকড়ে টুকড়ে গ্যাং এর রানি অ্যাখ্যা দিয়ে শাহরুখের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘শাহরুখের কী দরকার, এই টুকরে গ্যাংয়ের রানির সঙ্গে নাচ করার?’ সব মিলিয়ে যে, বেশ নাজেহাল অবস্থা শাহরুখের তা বলাই বাহুল্য। কারণ এসব তর্ক-বিতর্কের মাঝেই সেন্সর বোর্ডের কড়া নির্দেশনা এসেছে।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,অভিজিৎ ভট্টাচার্য,শাহরুখ খান,দীপিকা পাড়ুকোন,পাঠান,Bollywood,Entertainment,Gossip,Controversy,Deepika Padukone,Shahrukh Khan,Pathan,Abhijeet Bhattacharya

সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি নির্মাতাদের আদেশ দিয়েছেন, ছবির অনেক দৃশ্য বাদ দিতে। তিনি জানিয়েছেন, “সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি, এর মধ্যে রয়েছে বেশরম গানও। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।’’

Avatar

Moumita

X