বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,বৌমা একঘর,দেবজ্যোতি রায়চৌধুরী,Entertainment,Tollywood,Bengali Serial,Bouma Ekghor,Debojyoti Roychowdhury

Papiya Paul

হঠাৎ করেই শেষ ‘বৌমা একঘর’, ৩ মাসের মধ্যেই ধামাকাদার কামব্যাক করার চ্যালেঞ্জ নিলেন অভিনেতা দেবজ্যোতি

এখন বাংলা সিরিয়ালের ভাগ্য নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন নির্মাতারা। এমন কিছু সিরিয়াল রয়েছে যেগুলি শুরু হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ করতে বাধ্য হন। ঠিক যেমন মাত্র তিন মাসের মধ্যেই শেষ হয়ে গেল স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘বৌমা এক ঘর।’ অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের পছন্দ হয়েছিল এই সিরিয়াল।

   

আর এখানে রাজুর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন বাংলা টেলিভিশন জগতে জনপ্রিয় অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী(Debojyoti Roychowdhury)। যাকে এর আগে ফেলনা ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এই অভিনেতার অভিনয় আসার জার্নিটা মোটেই এত সহজ ছিল না।

তার বাবার এই অভিনয়ে জগতে আসা একদমই মত ছিল না। কিন্তু ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার জেদ মনে চেপে ধরেছিল অভিনেতা। আর এই কারণেই পরবর্তীকালে থিয়েটারে অভিনয় শুরু করেন তিনি। কিন্তু বাড়ি থেকে কোনরকম সাপোর্ট তিনি পাননি। তাই টিউশন পরিয়ে সেই টাকা দিয়ে নিজের অডিশনের খরচ চালাতে শুরু করেন অভিনেতা।

তবে এই মুহূর্তে ফের চর্চায় রয়েছেন তিনি। এর কারণ হলো হঠাৎ করে এত কম সময়ের মধ্যে বৌমা একঘর -এর মতো সিরিয়াল শেষ হয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পার পারেননি সিরিয়ালের দর্শক থেকে শুরু করে কলাকুশলীরা কেউই।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,বৌমা একঘর,দেবজ্যোতি রায়চৌধুরী,Entertainment,Tollywood,Bengali Serial,Bouma Ekghor,Debojyoti Roychowdhury

কিন্তু অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও চ্যালেঞ্জ নিয়ে বলেছেন আগামী তিন মাসের মধ্যে কামব্যাক করে নতুন কিছু করে দেখাবেন তিনি। আসলে এই সিরিয়ালের গল্প প্রথম থেকেই একেবারে অন্যরকমের ছিল।

তার জন্য অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মতো প্রথম থেকেই বেশ আশাবাদী ছিলেন অভিনেতা। তিনি বলেছেন যে কখনও খুব ভালো কনটেন্টও দর্শকদের নজর আকর্ষণ করতে পারে না। আবার কখনো খারাপ কনটেন্ট ও হিট হয়ে যায়। আর এই ফর্মুলাটাই অভিনেতার ঠিক জানা নেই। তবে নতুন করে তাকে অভিনয়ে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।