Papiya Paul

অভাবে কেটেছে শৈশব, চপ বিক্রি করে চালাতেন সংসার, আজ টলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা সুপ্রিয় দত্ত!

টেলিভিশন জগত হোক কিংবা টলিউড উভয় ক্ষেত্রে জনপ্রিয় মুখ হলেন অভিনেতা সুপ্রিয় দত্ত(Supriyo Dutta)। অভিনেতা হওয়ার আগে তার জীবনকাহিনী ছিল অত্যন্ত কষ্টের। আজকের এই প্রতিবেদনে অভিনেতার জীবন সম্পর্কে আপনাদেরকে জানাবো। তিনি কিন্তু একসময় একজন সরকারি অফিসার হতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন অভিনেতা।

   

একসময় অভাবের তাড়নায় চপ ভেজে সংসার চালাতে হতো তাকে। আর আজকে অভিনয় প্রতিভায় তিনি বেশ নামডাক করেছেন। ২০০৭ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রথম দেখা যায় সুপ্রিয় দত্তকে। সেখান থেকেই শুরু হয় তার অভিনয় জীবনের পথ চলা। এরপর একের পর এক ছবিতে নিজের প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরেছেন তিনি।

কখনো খলনায়ক চরিত্রে কখনো বা স্নেহবান বাবার চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। চ্যালেঞ্জ, পরান যায় জলিয়া রে ১০০% লাভ, কি করে তোকে বলবো এরকম প্রচুর ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকি ছোটপর্দায়ও জমিয়ে কাজ করে চলেছেন। এই মুহূর্তে সর্বজয়া ধারাবাহিকে দেবশ্রী রায়ের বড় ভাসুর এর চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও তার শুরুটা কিন্তু এতটা মসৃন ছিল না।

তিনি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন। সেই সময় তার কাছে পড়াশোনা করা এবং অভিনয় করা দুটোই ছিল বিলাসিতা। যদিও তার মা তাকে অভিনেতা হিসেবে দেখতে চেয়েছেন। একসময় অভাবের জন্য তাকে পড়াশোনা পর্যন্ত বন্ধ করতে হয়। চপ ভেজে নিজের সংসার চালাতেন তিনি। এভাবেই নিজের পড়াশোনা শেষ করার পর একটি থিয়েটার গ্রুপে যোগদান করেন। আর সেখান থেকে রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ হয়। আর তারপরেই অভিনেতা হিসেবে ধীরে ধীরে নিজের প্রতিভা দর্শকদের সামনে নিয়ে এসেছেন সুপ্রিয় দত্ত।