Arijit

শততম টেস্টে কোহলির জন্য বিরাট সুখবর দিল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

আগামী 4 ই মার্চ মোহালি তে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারত।  এই টেস্ট ম্যাচ ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হতে চলেছে বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই এই টেস্ট ম্যাচ ঘিরে ভারতীয় দল, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে এক আলাদা উন্মাদনা চোখে পড়েছিল। তবে এই সমস্ত উন্মাদনায় জল ঢেলে দিয়েছিল মাঠের মধ্যে দর্শক প্রবেশের অনুমতি না দিয়ে।

   

বিসিসিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল করোনা বিধিনিষেধ এর কারণে মোহালিতে কোহলির শততম টেস্টে কোন দর্শক প্রবেশ করতে পারবে না। আর তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে।

বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও কোহলির শততম টেস্ট দর্শক শূন্য গ্যালারিতেই হওয়ার কথা ছিল। তারপর থেকে ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে শুরু করে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার বিসিসিআই এর এই সিদ্ধান্ত মেনে নিলেও হতাশ হয়েছিলেন। অবশেষে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড।

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আরপি সিঙ্গলা বলেন, ‘‘মোহালি টেস্ট পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে আয়োজনের অনুমতি দিয়েছে বিসিসিআই। বুধবার থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। ভিড় এড়াতে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে না। ক্রিকেটপ্রেমীরা মাঠে বসেই কোহলীর শততম টেস্ট দেখতে পারবেন। সমস্ত করোনা বিধি নিশ্চিত করবে পিসিএ।’’