মিমি চক্রবর্তী,টলিউড,বিনোদন,গসিপ,রাজনীতি,তৃণমূল,দত্তক,Tollywood,Entertainment,Gossip,Mimi Chakraborty,Trinamool,Politics,Adoption

Moumita

কিছুদিন আগেই পেয়েছেন দায়িত্ব, ভাঙড়ের যক্ষ্মা রোগীদের দত্তক নিলেন অভিনেত্রী-সাংসদ মিমি

শাসকদলের যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুদিন আগেই নতুন দায়িত্ব হাতে পেয়েছেন তিনি। আর হাতে নতুন কাজ পেয়ে বেশ উদ্যমের সাথে লেগে পড়েছেন। শোনা যাচ্ছে গত শুক্রবার ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন মিমি। আর সেখানে গিয়ে পাঁচজন টিবি রোগীকে দত্তক নিয়ে নিলেন।

   

এখানে জানিয়ে রাখি, সম্প্রতি ভাঙড় ১ ব্লকের নলমুড়ি ব্লক হাসপাতাল ও ভাঙড় ২ ব্লকের জিরেনগাছা ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাংসদ-অভিনেত্রী মিমি। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর শুক্রবারই ছিল সংশ্লিষ্ট হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক।

আর এইদিন বৈঠকে এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। পাশাপাশি রোগী এবং হাসপাতালের কর্মীদের যে যে বিষয়গুলি নিয়ে সমস্যা রয়েছে, সেই সব বিষয় নিয়েও বিশদ আলোচনা করলেন। ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নকাজে আরো নানান পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

মিমি চক্রবর্তী,টলিউড,বিনোদন,গসিপ,রাজনীতি,তৃণমূল,দত্তক,Tollywood,Entertainment,Gossip,Mimi Chakraborty,Trinamool,Politics,Adoption

এখানে জানিয়ে রাখি, এইমুহুর্তে ভাঙড় ১ ব্লক এলাকায় মোট ৭৩ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অনেকেরই ঠিকমতো চিকিৎসা করানোর ক্ষমতা নেই। এমতাবস্থায় এইসব অসহায় রোগীদের কথা জানতে পেরে তাদের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন অভিনেত্রী।

মিমি চক্রবর্তী,টলিউড,বিনোদন,গসিপ,রাজনীতি,তৃণমূল,দত্তক,Tollywood,Entertainment,Gossip,Mimi Chakraborty,Trinamool,Politics,Adoption

পাশাপাশি মিমি জানান, ৫ জন রোগীর প্রয়োজনীয় ওষুধপত্র, দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে প্রয়োজনীয় প্রোটিনযুক্ত খাবার এবং অন্যান্য যাবতীয় ব্যবস্থার খরচ তিনি বহন করবেন। তবে জানিয়ে রাখি, মিমি ছাড়াও ভাঙড়-১ ব্লকের বিডিও দিপ্যমান মজুমদারও তিন রোগীকে দত্তক নিয়েছেন। সাথেসাথে আরো বিত্তবান মানুষকে আহ্বান জানিয়েছেন এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য।