Bollywood

Additiya

৩০ বছরের লড়াই, বুড়ো হয়েও বলিউডে টিকে আছেন এই ৭ সুপারস্টার, রইল তালিকা

অভিনয় জগতের জার্নিটা(Journey) মোটেই সহজ হয় না কোনো অভিনেতা-অভিনেত্রীর জন্য। এমন অনেকেই আছেন যাঁরা নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে খুব সহজেই দর্শকদের মনে জায়গা করে নেন। আবার এমন অনেকেই আছেন যারা কালের সঙ্গে সঙ্গে হারিয়ে যান। তবে বলিউডে (Bollywood) এমন বেশ কিছু অভিনেতা আছেন যারা দীর্ঘ ৩০ বছর ধরে রাজত্ব করছেন। আজও তাঁদেরকে অভিনেতা হিসেবে ছবিতে দেখতে চান ভক্তরা। এই তালিকায় প্রথমেই যে নাম উঠে আসে তিনি শাহরুখ খান।

   

 

শাহরুখ খান : ‘সার্কাস’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগত শুরু করেছিলেন তিনি। ১৯৯২ সালে পদার্পণ করেন বলিউড জগতে। তারপর একের পর এক ছবিতে মুখ্য চরিত্রে ধরা দিয়েছেন তিনি। সদ্য মুক্তি পাওয়া তাঁর ‘পাঠান’ ছবি ব্যাপক ঝড় তুলেছে বক্স অফিসে।

 

আমির খান : ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত ছবিতে’ অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নেন তিনি। এখনও নায়কের চরিত্রে অভিনয় করে চলেছেন এই অভিনেতা। বিগত বছরেই মুক্তি পেয়েছে অভিনেতার ‘লাল সিং চাড্ডা’ ছবি।

 

সালমান খান : আমির খানের সঙ্গেই এই অভিনেতা শুরু করেছিলেন অভিনয় জার্নি। প্রথম তাঁকে দেখা গিয়েছে ‘বিবি হো তো অ্যাসি ছবিতে’। যদিও এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর কয়েকদিন পরেই বক্স অফিসে আসতে চলেছে অভিনেতার ‘কিসি কে ভাই কিসি কে জান’ ছবি।

 

ববি দেওল : মাত্র ১০ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। শিশু শিল্পী হিসাবে ‘ধরমবীর’ চলচ্চিত্রে দেখা মেলে এই অভিনেতার।

 

সুনীল শেঠি : অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন ১৯৯২ সালে। এখনও অভিনেতার চরিত্রে দেখা যায় তাঁকে।

 

সাইফ আলী খান : ১৯৯৩ সালে আত্মপ্রকাশ করেন বলিউডে। বর্তমানে একাধিক কাজ রয়েছে এই অভিনেতার হাতে।

 

সানি দেওল : ১৯৮৩ সালে ‘বেটাব’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন এই অভিনেতা। চলতি বছর তাঁকে দেখা যাবে ‘গদর ২’ ছবিতে।