Aparajita Auddy

Aparajita Auddy: বর নয়, এই বিশেষ মানুষটির কাছ থেকে প্রথম ভালোবাসার উপহার পান অপরাজিতা!

নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য(Aparajita Auddy)। বাংলা টেলিভিশন(Bengali  Serial) জগতের পাশাপাশি বাংলা সিনেমা জগতের অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছেন এই অভিনেত্রী। পর্দার জীবনের সঙ্গে তার বাস্তব জীবনের অনেক পার্থক্য রয়েছে। ইতিমধ্যেই ২৬ বছরের সুখী দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছেন অপরাজিতা ও তার স্বামী অতনু হাজরা।

টলিপাড়ার টেকনিশিয়ান হিসেবে পরিচিত অতনু। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন তারা। জনপ্রিয় জুটির প্রেমের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল? চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাই। জানা গিয়েছিল, কোন একটি টেলিফিল্ম-এর শুটিংয়ে তালসারি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে অপরাজিতাকে নিজের মনের কথা জানিয়েছিলেন অতনু। কিন্তু অভিনেত্রীর  প্রস্তাব পছন্দ না হওয়াতে তিনি সরাসরি বিয়ের প্রস্তাব না করে দিয়েছিলেন।

মনের মানুষের কাছ থেকে এই নেগেটিভ উত্তর পেয়ে মন খারাপ হয়েছিল অতনুর। কিন্তু তিনি হাল ছাড়েননি। অপরাজিতার মন জেতার জন্য নানা রকমের চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাদের দুজনের প্রেমের গল্পের সূত্রধর ছিলেন অভিনেত্রীর বান্ধবী অমৃতা। সেই বান্ধবী আজ আর বেঁচে নেই। কিন্তু তার মাধ্যমে দুজনের সম্পর্ক গড়ে উঠেছিল। অমৃতার হাত ধরে অতনুর বাড়িতে গিয়েছিলেন অপরাজিতা।

আরও পড়ুন: Aparajita Adhya: ‘এই বয়সে কারও থেকে দূরত্ব মানে…’ কষ্টের কথা বলতে গিয়ে গলা বুজে এল অপরাজিতার

অতনুর মাকে দেখেই অপরাজিতা গল্প শুরু করেন। দুজনে একে অপরের সঙ্গে খুব সুন্দর ভাবে মিশে গিয়েছিলেন। যা দেখে অভিনেত্রীর মনে হয়েছিল, এই শ্বাশুড়ি মা তাকে আগলে রাখবে। তাই বিয়ে এই বাড়িতেই তিনি করবেন। দেখতে দেখতে বিয়ের ২৬ বছর পার হয়ে গেলেও এই ছবিটা বদলায়নি। আজও নিজের বৌমাকে চোখে হারান অতনুর মা। অপরদিকে শাশুড়ি মাকেও মনে প্রানে খুব ভালোবাসেন অভিনেত্রী।

Aparajita Adhya

আপনারা জানলে অবাক হবেন প্রেম দিবসে অপরাজিতাকে প্রথম উপহার দিয়েছিলেন তার শাশুড়ি মা। টিভি নাইন বাংলাকে অভিনেত্রী জানিয়েছিলেন যে তার শাশুড়ি মায়ের তাকে জীবনে প্রথম ভ্যালেন্টাইনস ডে’তে বেলুন উপহার দিয়েছিলেন। তাই তার জীবনের প্রথম ভ্যালেন্টাইন তার শাশুড়ি মা।

Avatar

Papiya Paul

X