Bharat Rice

Papiya Paul

Bharat Rice: মাত্র ২৯ টাকায় মিলবে ‘সুস্বাদু’ চাল! মোদীর প্রকল্পে মুখে হাসি মধ্যবিত্তের, কিভাবে কিনবেন?

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ এবং দরিদ্র শ্রেণীর মানুষের কাছে রেশন কার্ডের গুরুত্ব অনেক। এই রেশন কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে এবং কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যায়। বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে সাধারণ মানুষের কাছে কম দামে দৈনন্দিন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নানা রকমের প্রয়াস চালানো হচ্ছে। সম্প্রতি কেন্দ্র সরকারের(Central Government) তরফ থেকে ‘ভারত রাইসে’র(Bharat Rice) ঘোষণা করা হয়েছে।

   

বিগত এক বছর ধরে চালের দাম খুচরোর ক্ষেত্রে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে চাল কিনতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষেরা। তাই এবার দেশের নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য সরকার মঙ্গলবার একটি প্রকল্পের ঘোষণা করেছেন। প্রত্যেক কেজি ভর্তুকিযুক্ত চাল মাত্র ২৯ টাকায় পাওয়া যাবে। এই চাল ৫ কেজি এবং ১০ কেজি প্যাকেটে পাওয়া যাবে। কেন্দ্রমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রকল্পের উদ্বোধন করেছেন।

এই প্রকল্পের মাধ্যমে কম দামে ভালো মানের চাল পাওয়া যাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ থেকে সারা দেশ জুড়ে ভারত রাইস বিক্রি শুরু হয়েছে। মনে রাখবেন, এই ভারত রাইস বিক্রি এখনো কোন বাজারে বা দোকানে পাওয়া যাবে না। কিন্তু অনলাইনে এই চাল কিনতে পারবেন।

আরও পড়ুন: Government: ১২ পাশ করলেই চাকরির সুযোগ, ৩০ হাজার বেতনের কাজের অফার মোদী সরকারের!

অনলাইনে কিভাবে কিনবেন ২৯ টাকার এই চাল? জেনে নিন-

এই চাল প্রথম ভারতীয় খাদ্য কর্পোরেশন দ্বারা এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফিডারেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে বাজারে দেওয়া হবে। এই চাল কিনতে চাইলে আপনাকে নাফেডের ((NAFED)) অফিসিয়াল ওয়েবসাইট https://www.nafedbazaar.com/product-tag/online-shopping- এই ওয়েবসাইটে যেতে হবে।

Narendra Modi

এখানে চাল ছাড়াও ডাল, চিনি এবং অন্যান্য পণ্য কম দামে পেয়ে যাবেন। এই ওয়েবসাইট ছাড়াও Nafed-এর অন্যান্য অনলাইন ই-কমার্স সাইট থেকেও ভারত চাল কিনতে পারবেন। এই চাল কিনতে হলে কি করতে হবে?
প্রথমে আপনার নাম রেজিস্টার করতে হবে। এরপর লগইন করে আপনার সম্পূর্ণ ঠিকানা দিয়ে পণ্য কিনতে হবে।