পৃথিবীতে যতই দামি ব্র্যান্ডের পোশাক আসুক না কেন প্রত্যেক মেয়ের কাছে তার মায়ের শাড়ির মাহাত্ম্য আলাদা। ছোট থেকেই প্রত্যেক মেয়ের কাছে শখ থাকে বড় হলে সে মায়ের শাড়ি পরবে। মায়ের গন্ধ যেন লেগে থাকে এই শাড়ির মধ্যে। আর যখন মেয়েরা মায়ের শাড়ি পড়ে তখন সে সাজ আরো যেন সুন্দর হয়ে যায়। কোনো ফ্যাশন ডিজাইনারের দিকে মায়ের শাড়ি পরলে মেয়েদের আলাদাই দেখতে লাগে। বলিউডের এমন কিছু সেলিব্রিটি রয়েছেন যারা মায়ের শাড়ি পড়তে ভীষন পছন্দ করেন। মাঝেমধ্যে সময় পেলে মায়ের শাড়ি পড়ে দেখা যায় তাদের। আজ এমনই কিছু অভিনেত্রীর কথা জানাব যারা নামিদামি পোশাকের সাথে মাঝেমধ্যেই মায়ের শাড়িতে সেজ উঠতে স্বচ্ছন্দ বোধ করেন।
১) ম্রুণাল ঠাকুর- বেশ কিছুদিন আগে এই অভিনেত্রীকে তার মা বন্দনা ঠাকুরের কালো এবং গোলাপী রঙের শাড়ি পরতে দেখা গিয়েছিল। এই শাড়িতে হালকা মেকআপ আর হালকা গয়নাতে আরো মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন, নিজের বিয়েতেও নাকি মায়ের বিয়ের শাড়ি পরার পরিকল্পনা রয়েছে তার।
২) জাহ্নবী কাপুর- মায়ের স্মৃতি নিয়ে সব সময় রয়েছেন জাহ্নবী। শ্রীদেবীর পুরোনো পোশাকে মাঝেমধ্যেই সাজতে দেখা যায় তাকে। ২০১৮ সালে দিল্লিতে ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মায়ের শাড়ি পরেছিলেন জাহ্নবী। এই লুক দেখে সকলে তার প্রশংসা করেছিল।
৩) করিনা কাপুর খান- মায়ের শাড়ির সঙ্গে শাশুড়ির শাড়ি পরতে ও স্বচ্ছন্দ বোধ করেন করিনা। নিজের বিয়ের দিন তিনি তার শাশুড়ি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বিয়ের পোশাকে সেজে ছিলেন। এই পোশাকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন করিনা।
৪) অ্যাঞ্জেলিনা জোলি- আন্তর্জাতিক তারকাদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলির জনপ্রিয়তা বেশি। তিনি নিজের সাত সন্তানদের নিয়েই রেড কার্পেটে আসেন। ২০১৯ সালে অ্যাঞ্জেলিনা যে ডিওর গাউনটি পরেছিলেন, সেটি তার কন্যা শিলো জোলি-পিট একটি রেড-কার্পেট ইভেন্টে এই একই পোশাক পরে হেঁটেছিলেন।