ফের ছোটপর্দায় ফিরছেন সকলের প্রিয় ‘জবা’, অভিনেত্রীর কামব্যাকে উচ্ছসিত অনুরাগীরা

বাঙালি দর্শকের কাছে অভিনেত্রী পল্লবী শর্মার জনপ্রিয়তা সবসময় বেশি। দীর্ঘদিন ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। আর এরপরে অভিনেত্রীর নিজের নামের থেকে জবা নামের খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারিদিকে। প্রায় তিন বছরেরও বেশি সময় কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

এই ধারাবাহিক শেষ হবার পরে দীর্ঘ এক বছরে আর কোন সিরিয়ালে তাকে দেখা যায়নি। তবুও অভিনেত্রীকে যে কেউ ভোলেনি তার প্রমাণ মিলল এবার। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ দিয়ে আবার ছোটপর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী পল্লবী শর্মা। এখানে তাকে কমলার চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে।

এই ভিডিওতে দেখা যাচ্ছে অলক্ষী ভেবে গ্রামের লোকেরা পুড়িয়ে মারতে চাইছেন কমলাকে। এই কঠিন পরিস্থিতিতে মা তারার স্মরণ করেন কমলা। তার পাশে এসে দাঁড়ান স্বয়ং বামাক্ষ্যাপা। এরপরে কমলা যে গ্রামে একাধিক মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে তাদের সকলকে সে খুঁজে বার করবে এই প্রতিজ্ঞা করে। এই নিয়ে শুরু হবে পল্লবীর নতুন পথ চলা।

অভিনেত্রীকে আবার ছোট পর্দায় দেখার আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন অনুরাগীরা। তাকে এই নতুন পথের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সকলেই। কে আপন কে পর এর আগে ‘দুই পৃথিবী’ সিরিয়ালে কাজ করেছিলেন জবা। এই কমলার চরিত্রে তিনি কীভাবে নিজেকে তুলে ধরবেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

Papiya Paul

X