রাহুল এখন অতীত, নতুন মানুষের আগমন জীবনে! পোস্ট করে জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার(Priyanka Sarkar)। বরাবরই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন চলতে থাকে। আর তাই লাইমলাইটে সবসময় নজর কাড়েন প্রিয়াঙ্কা। অভিনয়ের দিক থেকেও বেশ ভালো তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিলতার অভিনীত সিনেমা ‘আবার বিবাহ অভিযান'(Abar Bibaho Abhijaan)। এই ছবিতে তার অভিনয় দর্শকদের ভালো লেগেছে।

তবে এসবের মাঝে নতুন গুঞ্জন, প্রিয়াঙ্কার জীবনে বিশেষ মানুষের আগমন ঘটেছে! অভিনেতা রাহুলের সঙ্গে বিচ্ছেদের পর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে নায়িকার। যদিও তিনি এইসব নিয়ে কখনোই খোলাখুলি মন্তব্য করেননি। বরাবরই সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় প্রিয়াঙ্কা। অনুরাগীদের সঙ্গে জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও তিনি শেয়ার করে থাকেন। সম্প্রতি এমনই কিছু ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি।

আর এই ছবিতে প্রিয়াঙ্কার বোল্ডনেস দেখে কার্যত ঘুম উড়ে গিয়েছে ভক্তদের। এসবের মাঝেও সবথেকে বেশি নজরে পড়েছে তার পিঠের ট্যাটু। মেরুন বোল্ড ড্রেসে আগুন লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। তার ব্যাকলেস পিঠে জল জল করছে একটি ট্যাটু। একটা সার্কেলের মধ্যে বড় অক্ষরের ইংরেজি ‘এ’ দিয়ে ট্যাটু করিয়েছেন তিনি। এই ‘এ’ অর্থের মানে কি?

এদিন মেরুন রঙের লিপস্টিক তার সঙ্গে মানানসই মেকআপ  সাজিয়েছেন তিনি। অভিনেত্রীর রূপের জাদু দেখে মুগ্ধ সকলে। সত্যিই তার দিক থেকে চোখ ফেরানোই দায়। এত সৌন্দর্যের মধ্যেও তার পিঠের ট্যাটু নিয়ে নিন্দুকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল রাহুল এবং প্রিয়াঙ্কার জীবনে নাকি সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। তাহলে হঠাৎ করে এই বিশেষ ট্যাটুর অর্থ কি? অভিনেত্রীর কাছে জানতে চাইছেন তার অনুরাগীরা। তবে এই ট্যাটু নতুন নয় এর আগেও বহুবার এই ট্যাটু অভিনেত্রীর পিঠে দেখা গিয়েছে। এটি কার জন্য এবং কি বিশেষত্ব রয়েছে এই ট্যাটুর তা এখনো সকলের অজানা।

Papiya Paul

X