নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ায় (Tollywood) ভীষণ জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ছোটপর্দা থেকে বড়পর্দা একটা সময় সর্বত্রই দাপট চলেছে তাঁর। বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আবার ফিরে এসেছেন অভিনয় জগতে। তবে সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভীষণ সক্রিয় এই বঙ্গতনয়া। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর চর্চায় থাকেন এই অভিনেত্রী।
বলিউড(Bollywood) অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন এই অভিনেত্রী। করোনা পরিস্থিতিতে ২০২০ সালে আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। যদিও জানা যা ছিল আগে থেকে নাকি অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। আর সে কারণেই তড়িঘড়ি সারেন বিয়ে। বৈবাহিক জীবন এক বছর পূর্ণ হওয়ার আগে তাঁদের কোল আলো করে আসে ছোট্ট কৃশিব। এরপর ছেলেকে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১৬ই নভেম্বর রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন জনপ্রিয় এই তারকা জুটি। গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর।
তবে এই ঘটনা নিয়ে কম কথা শুনতে হয়নি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে। নেটিজেনদের একাংশ আঙুল তুলেছিলেন অভিনেত্রীর চরিত্র নিয়ে। যদিও স্পষ্টবাদী এই অভিনেত্রী তোয়াক্কা করেননি সে সবের। বর্তমানে স্বামী এবং পুত্র সন্তান নিয়ে সুখেই কাটছে অভিনেত্রীর জীবন। তবে দীর্ঘ এক বছর পর এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিজের প্রেম কাহিনীর গল্প শোনালেন অভিনেত্রী। জানালেন প্রেমের আগে প্রায় ৯ বছরের সম্পর্ক ছিল পূজা এবং কুণালের। যদিও বলিউডের এই জনপ্রিয় অভিনেতা তাঁর প্রথম প্রেম নন। তার আগেও প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি।
এমনকি প্রেমিকের হাত ধরে ছেড়ে ছিলেন ঘর। কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন মুম্বাই। তবে পরবর্তীতে বদলে চায় তাদের প্রেমের সম্পর্ক। হাজারো চেষ্টা করেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী। এরপর ২০০৭ সালে অর্ণয় চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। কিন্তু ৬ বছর যেতে না যেতেই ভাঙ্গন ধরে সেই সম্পর্কে। ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। এরপর বলিউডের হাত ধরে তিনি শুরু করেন অভিনয়। ‘এসকেপ ফ্রম তালিবান’ ছবিতে প্রথম দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এরপর তিনি অভিনয় করেন হিন্দি ধারাবাহিকেও।
২০১১ সালে পার্বতী চরিত্রে তিনি অভিনয় করেছিলেন ‘দেব কা দেব মহাদেব’ সিরিয়ালে। তবে কেবলমাত্র বলিউড নয় টলিউড এবং তেলেগু ছবিতেও মুখ্য চরিত্রে দেখা দিয়েছে এই অভিনেত্রীকে। সেই থেকেই শুরু প্রেমের সম্পর্ক। ৯ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। বর্তমানে সুখেই কাটছে তাঁদের বৈবাহিক জীবন।