এই মুহূর্তে টলিপাড়ার সবথেকে জনপ্রিয় নায়িকা হলেন তিনি। এর কারণ বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে ‘গাঁটছড়া’ সিরিয়াল সেরার জায়গা দখল করছে। অন্যদিকে তার অভিনীত বড়পর্দার ডেবিউ ছবি ‘বাবা বেবি ও’ বেশ সাফল্য লাভ করেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে কথা হচ্ছে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে(Solanki Roy) নিয়ে।
সেই ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের মধ্যে দিয়ে বাঙালি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বহুদিন পর আবার গাঁটছড়া ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় কাজ করছেন সোলাঙ্কি। এর সাথেই আবার বড় পর্দায় যিশু সেনগুপ্তের বিপরীতে কাজ করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় সোলাঙ্কি। মাঝেমধ্যে তার নানা মুহূর্তের ছবি অনুগামীদের সঙ্গে শেয়ার করে থাকেন।
এবার এমন এক ছবি তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যা দেখে চমকে গেছে অনুগামীরা। এবার আর কোনো সাবেকি পোশাক নয় বরং ওয়েস্টার্ন পোশাকে ধরা দিয়েছেন তিনি। এই ছবিতে তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও জিন্সের অফ শোল্ডার টপ। আর এই পোশাক নিয়েই অনুগামীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। অনেকেই এই পোশাক দেখে মনে করছেন জিন্সের জামাটা কি আসলে প্যান্ট!
View this post on Instagram
এর কারণ ওই পোশাকের ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যে জামাকে প্যান্টের মতোই দেখতে লাগছে। আর তাই অনেকেই কমেন্ট করে লিখেছেন, ভুল করে তিনি প্যান্টটা উপরে পরে ফেলেছেন।’ তবে এইসব কটাক্ষের কোন উত্তর দেয়নি অভিনেত্রী। তিনি এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। যদিও এই ছবিতে তার লুক দেখে অনেকেই প্রশংসা করেছেন।