টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন উষসী চক্রবর্তী। তার জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে তার ‘জুন আন্টি’ চরিত্রের মাধ্যমে। লোকের মুখে মুখে জুন আন্টির কথা শোনা যেত। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যেত জুন আন্টিকে নিয়ে। এককথায় মানুষের মনে খলনায়িকার চরিত্রে অভিনয় করেও বিশেষ জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি তিনি রচনা ব্যানার্জীর ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে এসেছিলেন। সেখানে এসে শীতের নানা মজাদার কাহিনীর কথা দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। তবে নতুন বছর শুরু হয়েছে আর নতুন বছরের শুরুতেই সকলেই নিজেদের জন্য কিছু না কিছু রেজোলিউশন নিয়ে থাকেন। যদিও বাস্তব ক্ষেত্রে অনেক সময় সেটি পূরণ হয় না কিন্তু মানুষ তবুও রেজোলিউশন নেন। এক্ষেত্রে ব্যতিক্রম নন, অভিনেত্রী ঊষসীও। এদিন মঞ্চে এসে নিজের রেজোলিউশন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
তিনি প্রথমেই জানিয়েছেন, তিনি খুবই শীতকাতুরে। এমনকি তার এতটাই বেশি ঠান্ডা লাগে যে কলকাতাতেও তার রুম হিটার চালাতে হয়। এর সাথে ও অভিনেত্রী ফাঁস করেন যে শীত পড়লে তার বন্ধুরা ফোন করে জানতে চান তিনি স্নান করেছেন কিনা। আসলে এইবছর তিনি নাকি রেজোলিউশন নিয়েছেন এই নতুন বছরে রোজ স্নান করবেন। তবে ঠান্ডার পরিমাণ বুঝে তার স্নানের ধরন ঠিক হয় অর্থাৎ বেশি ঠান্ডা পড়লে তিনি কাক স্নান করবেন, আবার কোনদিন ছিটেফোঁটা স্নান করবেন, কি কোনদিন নলকে শুধু নমস্কার করবেন সেটাও জানিয়েছেন।
এদিন শুধু স্নান নিয়ে নয় নিজের বয়ফ্রেন্ড সম্পর্কে জানিয়েছেন তিনি। ঊষসী বলেছেন যে তিনি এখনো সিঙ্গেল তার কোনো বয়ফ্রেন্ড নেই, আগে ছিল সে সম্পর্ক ভেঙে গিয়েছে। এর সাথে তার রান্না করার অসাধারণ গুণের কথা মঞ্চে ফাঁস করেছেন উষসী। তিনি জানান গত ১০-১৫ বছরের মতোই এবারও তিনি রেজোলিউশন নিয়েছেন এবছরও রান্না শিখে দেখাবেন, যদিও সেটা সম্ভব নয় বলেই তিনি মনে করেন।