যেদিন থেকে টিজার সামনে এসেছে সেদিন থেকেই বিতর্কের ঘেরাটোপে আটকা পড়েছে ওম রাউত পরিচালিত ছবি মেগা বাজেট ছবি ‘আদিপুরুষ’ (Adipurush)। যার কারণে মাঝে ছবি মুক্তির ডেট-ও পিছিয়ে দেওয়া হয়েছিল। এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম গান ‘জয় শ্রী রাম’ (Jay Shree Ram)। রিলিজের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গড়ে ফেলেছে বিরাট রেকর্ড।
প্রসঙ্গত, রামায়নের গল্প অবলম্বনে নির্মিত এই ছবি তৈরিতে কোন রকমের কার্পণ্য করেননি নির্মাতারা। সূত্রের খবর, আদিপুরুষ তৈরি করতে প্রায় ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। শ্রী রামের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তারকা প্রভাস। এদিকে মা সীতা এবং লক্ষণের চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন এবং সানি সিং।
তাছাড়া লঙ্কেশ রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে ‘আদিপুরুষ’র ট্রেলার। তবে বিতর্ক পিছু ছেড়েছে বলে মনে হয়না। টিজারের মত না হলেও এবারও সমালোচনা ঘিরে ধরেছে ছবিটিকে। তবে এই সমস্তকিছুকে ছাপিয়ে গেছে ছবির প্রথম গান ‘জয় শ্রী রাম রাজা রাম’।
মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই ৫ কোটি ছাড়িয়ে গেছে গানের ভিউ। উল্লেখ্য, গানটির লিরিক্স লিখেছেন মনোজ মুন্তাশির এবং সুর দিয়েছেন অজয় অতুল। দুই শিল্পীর কথায়, এই লিরিক্স লেখার সময়ই নাকি এক অলৌকিক শক্তি অনুভব করেছিলেন তারা। এমনিও সনাতনীদের কাছে এই রায় নামের মাহাত্ম্যই আলাদা।
বলে রাখি, রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি ভিউ পাওয়া গানের শিরোপা অর্জন করে নিয়েছে ‘জয় শ্রী রাম রাজা রাম’ গানটি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই গানের ভিউ ২ কোটি পেরিয়ে গিয়েছিল। সুরকার অজয় এই বিষয়ে বলেন, গানের নাম থেকে আলাদা একটা অনুপ্রেরণা পেতেন তারা।