Travel

Travel: বাংলার একমাত্র গিরিখাতে এই প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরিজম! একবার গেলেই ভ্যানিশ সব ক্লান্তি

নিউজ শর্ট ডেস্ক: বেশিরভাগ ভ্রমণ পিপাসু পর্যটকদের পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা বলতে প্রথমেই আসে পাহাড়ের নাম। তবে ভাবুন তো, যদি পাহাড় আর সারি সারি পাইনের জঙ্গলের মাঝেই থাকে এক টুকরো গিরিখাত! তাহলে কিন্তু প্রকৃতি প্রেমীদের মজা আরও ‘ডবল’ হতে বাধ্য। উত্তরবঙ্গের (North Bengal) কালিম্পং (Kalimpong)-এই রয়েছে এমনই একটি ছবির সুন্দর জায়গা ইয়েলবং (Yelbong)।

এখানেই রয়েছে একমাত্র গিরিখাত। তাই বিগত কয়েক বছর ধরে এই এলাকাকে ঘিরে গড়ে উঠেছে এক নতুন পর্যটন কেন্দ্র। তবে বাইরের মানুষের কাছে অতটাও পরিচিতি না পেলেও স্থানীয় এবং আশপাশের বিশেষ করে শিলিগুড়ির বিভিন্ন এলাকার মানুষজন ছুটে আসেন এই ইয়েলবংয়ে।

প্রকৃতির সঙ্গে অ্যাডভেঞ্চারের এক আলাদাই সংমিশ্রণ ঘটেছে এই এলাকায়। দেখে মনে হবে ঠিক যেন জল রঙ-এ আঁকা কোনো পাহাড়ি গ্রাম। এই মনোরম পরিবেশে প্রকৃতির কোলে নিজেকে একবার সমর্পণ করতে পারলেই ব্যাস নিমেষেই দূর হবে সমস্ত ক্লান্তি। এবার এখানেই আয়োজন করা হয়েছে রাজ্যের প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভাল (Adventure Tourism Festival)। তাই অ্যাডভেঞ্চার প্রেমীরা দেরি না করে এখনই শুরু করে দিন প্যাকিং।

অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভ্যাল,Adventure Tourism Festival,কালিম্পং,Kalimpong,ইয়েলবং,Yelbong,পিকনিক,Picnic,কলকাতা,Kolkata,শীতকাল,Winter,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

মূলত অ্যাডভেঞ্চার প্রেমীদের কথা ভেবেই এই ফেস্টিভাল আয়োজন করেছেন আয়োজকরা। জানা যাচ্ছে আগামী জানুয়ারি মাসের ৫ থেকে ৭ তারিখ ৩ দিন ধরে চলবে এই  অ্যাডভেঞ্চার ফেস্টিভাল। জানা যাচ্ছে অভিনব এই উৎসব  উপলক্ষে বৃহস্পতিবার ইয়েলবং গ্রামে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: শীত আবার কবে ফিরবে? কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভ্যাল,Adventure Tourism Festival,কালিম্পং,Kalimpong,ইয়েলবং,Yelbong,পিকনিক,Picnic,কলকাতা,Kolkata,শীতকাল,Winter,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

কী কী থাকবে এই ফেস্টিভ্যালে?

জানা যাচ্ছে রাজ্যের এই প্রথম অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে থাকবে  রিভার ক্যানিয়ন ট্রেক, ওয়াটারফল ট্রেক, এবং ক্যাম্পিং-এর মতো ব্যবস্থা। এমন অনেকেই আছেন যাঁরা অ্যাডভেঞ্চার ভালোবাসলেও ঝুঁকি নিতে প্রস্তুত নন। তাঁদের জন্য কিন্তু এই ক্যাম্পিং এক দুর্দান্ত সুযোগ। চাইলে পরিবার নিয়েও এই ক্যাম্পিং করা যাবে। এছাড়াও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় প্রোগ্রামের ব্যবস্থা থাকবে এই ফেস্টিভ্যালে।

অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভ্যাল,Adventure Tourism Festival,কালিম্পং,Kalimpong,ইয়েলবং,Yelbong,পিকনিক,Picnic,কলকাতা,Kolkata,শীতকাল,Winter,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

ইয়েলবংয়ের আকর্ষণ

কালিম্পংয়ের ইয়েলবংয়ের মূল আকর্ষণ হল এখানকার গিরিখাত। যা উত্তরবঙ্গের একমাত্র গিরিখাত হিসাবে ব্যাপক জনপ্রিয়। এই পাহাড়ি গ্রামের প্রতিটি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। প্রায় সব জায়গা থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই একথা নিশ্চিত এখানে একবার গেলে হতাশ হবেন না কেউ।

Avatar

anita

X