Indian Railways

Indian Railways: রেলের বড়সড় সিদ্ধান্ত, ৫ বছর পর বাড়লো রেলের এই বিভাগের ভাড়া!

নিউজশর্ট ডেস্কঃ দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভারতীয় রেল। এক জায়গা থেকে অন্য জায়গায় অল্প খরচের মধ্যে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের গুরুত্ব সবথেকে বেশি। তাই ভারতীয় রেলের(Indian Railways) ওপর সকল মানুষের আস্থা রয়েছে।

তবে এবার পাঁচ বছর পর রেল এমন একটি সিদ্ধান্ত দিয়েছে যার জন্য ট্রেন যাত্রার ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। আসলে মুদ্রাস্ফীতি এবং দেশের বেতন কাঠামো বদলে যাওয়ায় দীর্ঘদিন পর ভারতীয় রেল তাদের নথিভূক্ত কুলীদের টাকা বৃদ্ধি করেছে। তাই এখন থেকে দূরপাল্লার ট্রেনে করে যাতায়াতের জন্য মালপত্র বহন করার ক্ষেত্রে কুলিদের সাহায্য নিলে অতিরিক্ত টাকা দিতে হবে।

আসলে ভারতীয় রেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই কুলিরা। কিন্তু তাদের সেভাবে আয় হয় না। তাই বর্তমান সময় রেল নানা রকমের সুযোগ সুবিধা এই কুলিদের জন্য দিয়েছে। সম্প্রতি রেলের ৬৮ টি বিভাগের প্রত্যেকটিতে কুলিদের টাকা বৃদ্ধি করেছে ভারতীয় রেল।

আরও পড়ুন: Check Bounce: চেক বাউন্স হতে দেবেন না, এই নিয়মগুলি মাথায় রাখুন, নাহলে ১৫ দিনের মধ্যে নেওয়া হবে অ্যাকশন

কত টাকা বৃদ্ধি হয়েছে? আগে ৪০ কেজি ওজনের পণ্য বহনের জন্য কুলিদের ২৫০ টাকা দিতে হতো। কিন্তু এবার থেকে এই কাজের জন্য ৩৪০ টাকা দিতে হবে। আগে স্ট্রেচারে করে কোন অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য কুলিদের ২০০ টাকা দিতে হতো। এখন ২৭০ টাকা দিতে হবে। হুইল চেয়ারে কাউকে নিয়ে যাবার ক্ষেত্রে আগে দিতে হতো ১৩০ টাকা এখন সেটি বেড়ে হয়েছে ১৮০ টাকা।

Indian Railways

তবে এই বৃদ্ধিতে সকলের জন্য রয়েছে এমন কিন্তু নয়। বহু মানুষই আছে যারা পুলিশদের দিয়ে মালবহন করান না সে ক্ষেত্রে তাদের ভাড়া বৃদ্ধি হলেও কোন গায়ে লাগবে না। এছাড়া সকল রেলস্টেশনের কুলিদের ক্ষেত্রে এই টাকা বেড়েছে এমন কিন্তু নয় শুধুমাত্র রেলের এ এবং এ ওয়ার্ড ক্যাটাগরি স্টেশনগুলোর কুলিদের ক্ষেত্রেই এই টাকা বৃদ্ধি হয়েছে।

Papiya Paul

X