নিউজশর্ট ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) লাক্ষাদ্বীপ(Lakshadweep) ভ্রমণের পর থেকেই এই জায়গার প্রতি মানুষের আগ্রহও বহুগুণ বেড়ে গিয়েছে। এমনকি এই জায়গার সঙ্গে বিদেশি জায়গা মালদ্বীপের তুলনা শুরু হয়েছে। এখন ভারত এবং মালদ্বীপের রীতিমত বিতর্ক শুরু হয়েছে। তবে এই বিতর্কের মধ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে অনলাইন ট্রাভেল বুকিং সংস্থা ইজ মাই ট্রিপ(Ease My Trip)।
এই সংস্থা মালদ্বীপের(Maldives) সমস্ত বুকিং বাতিল করে দিয়েছে। এমনকি মালদ্বীপের বুকিং বাতিল করে পর্যটকদের লাক্ষাদ্বীপ ভ্রমনে উৎসাহ দেওয়ার জন্য দুর্দান্ত প্যাকেজের ঘোষনা করেছে। এই অনলাইন ট্রাভেল এজেন্সি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ ঘিরে মালদ্বীপের সোশ্যাল মিডিয়ায় নানারকমের অপমানজনক মন্তব্য করা হয়েছে। আর তাই মালদ্বীপের কোন বুকিং এই সংস্থাটি আর করবে না।
তাদের প্লাটফর্ম থেকে মালদ্বীপের জন্য বার্ষিক ২.৪ লক্ষ বুকিং হয়। এমনকি গতবছর মালদ্বীপ যাবার জন্য পর্যটকদের হিড়িক এতটাই উঠেছিল যে বুকিং-এর পরিমাণ আরও ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু নিজেদের লাভের কথা চিন্তা না করে দেশের পাশে দাঁড়িয়ে এই সংস্থা প্রতিবাদস্বরূপ আর মালদ্বীপের বুকিং নেবে না। আর তাই এবার লাক্ষাদ্বীপে স্পেশাল প্যাকেজের ঘোষণা করেছে এই কোম্পানি।
তারা জানিয়েছে যে লাক্ষাদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখার জন্য পর্যটকদের জন্য দুর্দান্ত প্যাকেজ এনেছে তারা। এই ওয়েবসাইটে গেলে এই বিস্তারিত জেনে নেওয়া যাবে। আর খুব শীঘ্রই লাক্ষাদ্বীপ ট্যুরিজমের সঙ্গে একত্র হয়ে আরো আকর্ষণীয় অফার ঘোষণা করবে তারা।
এর পাশাপাশি আরেক অনলাইন ট্রাভেল এজেন্সী সংস্থা মেক মাই ট্রিপ জানিয়েছে প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে ঘুরে যাবার পর থেকেই পর্যটকদের আগ্রহ এতটাই বেড়েছে যে তাদের অনলাইন প্লাটফর্মে লাক্ষাদ্বীপ ঘোরার আগ্রহ ৩৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সংস্থাও ‘বিচেস অফ ইন্ডিয়া বা ভারতের সৈকত’ নামের একটি নতুন অভিযান শুরু করেছে। যেখানে এই এজেন্সির মাধ্যমে বুকিং করলে ভারতের বিভিন্ন প্রান্তের সমুদ্র সৈকত শহরে ঘুরতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরাট ছাড় মিলবে।