বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,বয়কট বলিউড,শাহরুখ খান,হৃতিক রোশন,Bollywood,Entertainment,Gossip,Controversy,Boycott Bollywood,Shahrukh Khan,Hrithik Roshan

Moumita

লাল সিং চাড্ডা অতীত, এবার বয়কটের মুখে ‘পাঠান’ ও ‘বিক্রম ভেদা’, বলিউডের মাথায় চিন্তার ভাঁজ

ভারত আর বসবাসযোগ্য নয়, এই মন্তব্য যে আমির খানের উপর কতটা ভারি পড়েছে তা আমরা সবাই দেখেছি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির খবর আসতেই দেশজুড়ে শুরু হয় বয়কট বলিউড ট্রেন্ড। অনুনয় বিনয়, ইগনোর কোনোকিছুই বাঁচাতে পারেনি তার এই ছবিকে। আর ফলস্বরূপ জনতা জনার্দনের দরবারে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।

   

তবে এখানেই শেষ নয়, এই বয়কট বলিউডের ট্রেন্ড এখনোও অব্যাহত। ‘লাল সিং চাড্ডা’র পর ‘রক্ষা বন্ধন’, ‘এক থা ভিলেন’ ছবিরও একই হাল। মানুষ যেভাবে বলিউডকে আক্রমণ করছে তাতে করে রীতিমত চিন্তার ভাঁজ প্রযোজকদের কপালে। ট্রেড বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কালের এই ‘বয়কট বলিউড’-এর জেরে এবার নাভিঃশ্বাস উঠছে সকলের। এমতাবস্থায় সবচেয়ে বড়ো প্রশ্ন তাহলে কি শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’-এরও একই দশা হতে চলেছে?

প্রসঙ্গত, চার বছর পর বড়ো পর্দায় কামব্যাক করছেন কিং খান। মাঝের এই কয়েকবছর প্রযোজক হিসেবে কাজ করলেও অভিনেতা হিসেবে নিজেকে গুটিয়ে ই রেখেছিলেন তিনি। আসলে এই সময়টায় লোকচক্ষুর আড়ালে নিজেকে আরো ধারালো করে তুলেছিলেন অভিনেতা। আর ২০২৩ সালে কার্যত সিনেমার লাইন লাগিয়ে দিয়েছেন কিং খান। কিন্তু সাম্প্রতিক কালের পরিস্থিতি দেখে প্রশ্ন উঠছে যে এটা কি কামব্যাকের আদৌ সঠিক সময়?

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,বয়কট বলিউড,শাহরুখ খান,হৃতিক রোশন,Bollywood,Entertainment,Gossip,Controversy,Boycott Bollywood,Shahrukh Khan,Hrithik Roshan

সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরু ভাই সাধু দেবনাথ তার সনাতনী ভাইদের কাছে পাঠান ছবি বয়কটের আবেদন জানান। তিনি বলেন, “আমি কোন ফিল্মের বিরুদ্ধে নই, কিন্তু সেই অভিনেতাদের বিরুদ্ধে যারা ভারতীয় ভক্তদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং দেশকে গালাগালি করে,”।

এছাড়াও নেটপাড়ায় একটি পুরোনো ভিডিওও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে শাহরুখ দেশের অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করেছেন। এই ভিডিওকে হাতিয়ার করেও পাঠান বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। তবে শুধু শাহরুখই নয়, এই বয়কটের মুখে পড়েছেন হৃতিক রোশনের ‘বিক্রম বেদা’ও। আসলে লাল সিং চাড্ডা’কে সমর্থন করে টুইট করেন হৃতিক। আর এটা মোটেও ভালোভাবে নেননি নেটিজনরা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে কটাক্ষ আর ট্রোলিং।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,বয়কট বলিউড,শাহরুখ খান,হৃতিক রোশন,Bollywood,Entertainment,Gossip,Controversy,Boycott Bollywood,Shahrukh Khan,Hrithik Roshan

কেউ কেউ শাহরুখকে কটাক্ষ শানিয়ে বলেছেন,‘বলিউডের ভাইজান, বাদশাহ, পারফেকশনিস্ট দের খেলা শেষ। অনেক টাকা কামিয়ে নিয়েছেন। এদের স্টারডম দিনের পর দিন কমেই চলেছে।’ জনৈক মস্করা, ‘অনেক হয়েছে দেশের অবমাননা। ভারতের সংস্কৃতিকে বিকৃত করলে এমনটাই ফল ভূগতে হবে’। আরেকজন লিখেছেন, ‘শুধু লাল সিং চাড্ডা নয় পাঠান থেকে বিক্রমবেধা সব ছবিকেই বয়কট করতে হবে’। ‘লাল সিং চাড্ডা’র ম্যাসিভ ফ্লপের পর এখনও ‘বয়কট বলিউড’ ট্রেন্ডিংয়ে নেটপাড়ায়।