নিউজশর্ট ডেস্কঃ সম্প্রতি শেষ হয়েছে লোকসভা ভোট, যেখানে পশ্চিমবঙ্গের শাসকদল জিতে গিয়েছে। তবে এই জয়ের পিছনে কারণস্বরূপ বারবার উঠে আসছে একটি প্রল্পের নাম সেটি হল ‘লক্ষীর ভান্ডার’ (Lakshmir Bhander)। বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এই প্রকল্পের মাধ্যমে। যার ফলে উপকৃত হয়েছেন ২ কোটিরও বেশি মহিলারা।
শুধুমাত্র রাজ্য বা দেশে নয় আন্তর্জাতিক মহলেও ‘লক্ষীর ভান্ডার’ প্রল্পের সুখ্যাতি হয়েছে। ২০২১ সালে শুরু হওয়া এই সামাজিক প্রকল্প ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলার ঘরেঘরে। প্রথমে শুরুটা হয়েছিল সর্বসাধারণের জন্য ৫০০ টাকা ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ১০০০ টাকা দিয়ে।
তবে ২০২৪ সালেই সেটা বাড়িয়ে ডাবল করে দেওয়া হয়, তাই বর্তমানে জেনারেল কষ্টের মেয়েরা মাসে ১০০০ টাকা ও তফসিলি শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। লক্ষীর ভান্ডার মূলত ২৫ বছর থেকে ৬০ বছরের মহিলাদের দেওয়া হয়। তবে মহিলাদের মাসিক ভাতা দেওয়া হলেও পুরুষদের জন্য সেটা নেই। তাই এবার সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জোর সাওয়াল! এতেই শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ ১০০০-১২০০ অতীত! এবার লক্ষীর ভাণ্ডারে আরও বেশি টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, অ্যাকাউন্টে ঢুকবে এত
নেটপাড়ায় অনেকের দাবি, ‘আমরা (পুরুষেরা) কি দোষ করলাম? আমাদের জন্যও দিদি কিছু ভান্ডার চালু করুন’। আবার অনেকের পোস্টে দাবি জানায় হয়েছে, লক্ষীর ভান্ডারের মত পুরুষদের জন্য যদি প্রকল্প চালু করা হয় তাহলে লোকসভা ও বিধানসভা সর্বত্রই সর্বোচ্চ সিট পাওয়া যাবে। এই নিয়ে রীতিমত মিম তৈরিও শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এক নেটিজেন তো পুরুষদের জন্য প্রকল্প হলে তার কি নাম হবে সেটাও আন্দাজ করেছেন। নতুন প্রকল্পের নাম হওয়া উচিত ‘গণেশ ভান্ডার’ (Ganesh Bhander) এই ছবিতে হু হু করে বাড়ছে লাইকের সংখ্যা! যদিও এর সবটাই জল্পনা মাত্র। যদি কোনো প্রকল্প আসেও তাহলে সেটা সরকারই বলতে পারবে।
প্রসঙ্গত, লক্ষীর ভান্ডার নিয়ে তৈরী হওয়া মিম নিয়ে মুখ খুলেছেন অভিনেতা পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী। তিনি এজাতীয় মিমের প্রতিবাদ জানিয়েছেন।