টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,এই পথ যদি না শেষ হয়,রাঙা বউ,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Ei Poth Jodi Na Sesh Hoy,Laalkuthi,Ranga Bou

Moumita

‘লালকুঠি’র পর বন্ধ হচ্ছে আরো একটি বাংলা সিরিয়াল! ‘আপদ বিদায়’ বলছেন দর্শকরা

কোভিডকালের গৃহবন্দি দশায় ধারাবাহিক গুলিই হয়ে উঠেছিলো মানুষের একমাত্র বিনোদনের জায়গা।‌ আর তাই চ্যানেলগুলিও দর্শকদের বিনোদন দিতে নিত্যনতুন টুইস্ট সাজাতে তৎপর। এমতাবস্থায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ‘টিআরপি’। ‘টিআরপি’ তালিকা থেকে বাদ মানে চ্যানেল থেকেও বাদ। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে টেলিপাড়ায়।

   

এদিকে দর্শক ধরে রাখতে একটার পর একটা নতুন ধারাবাহিক এনে চলেছে ‘জি বাংলা’ আর সরকার জলসা। ফলস্বরূপ তার কোপ পড়ছে পুরোনো ধারাবাহিকের ওপর। এই যেমন গতকালই জি বাংলা সামনে এনেছে এক নতুন ধারাবাহিকের প্রোমো।

অনেকেই হয়তো দেখেও ফেলেছেন এটি। ‘রাঙা বউ’ শিরোনামের এই নতুন ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন ‘ত্রিনয়নী’ জুটি শ্রুতি দাস এবং গৌরব রায় চৌধুরী। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত এই প্রোমো মিশ্র প্রতিক্রিয়া পেলেও বড় প্রশ্ন হচ্ছে বন্ধ হচ্ছে কোন ধারাবাহিক?

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,এই পথ যদি না শেষ হয়,রাঙা বউ,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Ei Poth Jodi Na Sesh Hoy,Laalkuthi,Ranga Bou

ইতিমধ্যেই একাধিক সিরিয়ালের খাতা বন্ধ করেছে ‘জি’। নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এবং ‘সোহাগ জল’-এর জন্য শেষ হয়ে গিয়েছে ‘পিলু’ এবং ‘লালকুঠি’। কিছুদিন আগে তো শোনা যাচ্ছিল এবার নাকি বন্ধ হতে চলেছে ‘মিঠাই’। যদিও এখন নিজের ট্র্যাক বদলে খানিকটা অবস্থার উন্নতি ঘটিয়েছে ‘সিড-মিঠি’র নতুন জুটি।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,এই পথ যদি না শেষ হয়,রাঙা বউ,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Ei Poth Jodi Na Sesh Hoy,Laalkuthi,Ranga Bou

এমতাবস্থায় টেলিপাড়ার খবর, এবার ‘রাঙা বউ’-র জন্য শেষ হয়ে যাবে জি-বাংলার অপর একটি ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এর আগে খবর মিলেছিল ধারাবাহিকটির সময় বদলে অন্য সময় সম্প্রচারিত হবে। তবে এখন খবর, টিআরপি পড়ে যাওয়ায় একেবারে বন্ধই করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,লালকুঠি,এই পথ যদি না শেষ হয়,রাঙা বউ,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Ei Poth Jodi Na Sesh Hoy,Laalkuthi,Ranga Bou

এমনকি ধারাবাহিকের গল্পের ট্র্যাকও ইতিমধ্যে সেই ইঙ্গিত দিয়ে দিয়েছে। যদিও এতে খুব একটা দুঃখি নয় দর্শকমহল। অনেকেই তো আবার বলেছে, এতে‌ নাকি বাঁচা গেল। কেউ কেউ লিখেছে, ‘এটা বন্ধ হলে বাঁচি। ভুল করে দেখে ফেললেও মনে হত কেন দেখলাম ‘?