বাংলা সিনে দুনিয়ার একজন দাপুটে খলনায়ক (Villain) হলেন বিপ্লব চট্ট্যোপাধ্যায় (Biplab Chatterjee)। দীর্ঘদিনের অভিনয় জীবনে বেশিরভাগ সময়ই খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা (Actor)। তবে বিগত কয়েক বছর ধরেই সিনেমা জগত থেকে দূরে রয়েছেন তিনি। বিষয়টা নিয়ে যে তার একেবারেই আক্ষেপ নেই তা নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, বরাবরই সত্যি কথা মুখের উপর স্পষ্ট বলতে দুবার ভাবেন না এই অভিনেতা। বেশ কয়েকবার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা। একবার বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিতে তার কোনো ভালো বন্ধু নয়। এই সিনে দুনিয়ায় বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই নাকি বেশি। এর আগে একবার লীনা গাঙ্গুলীকে নিয়েও বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছিলেন অভিনেতা।
প্রসঙ্গত উল্লেখ্য, সদ্যই প্রকাশ্যে এসেছে অভিনেতার দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতা নিয়ে লেখা আত্মজীবনী ‘আমি বিপ্লব’। যে বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশিষ মুখোপাধ্যায়। খলনায়কের হয়ে গলা ফাটিয়ে তিনি বলেন, ‘আমি জানি না বিপ্লবদা-কে কেন কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। আমি অনুরোধ করব সব পরিচালকদের যাতে বিপ্লবদাকে তার যোগ্য মতো কাজ দেন’।
তবে এর আগে স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অতিথি চরিত্রে দেখা গেছিল বিপ্লব চট্টোপাধ্যায়কে। আর এবার নাকি আরো একবার ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। স্টুডিওপাড়ার খবর, শিগগিরই নাকি তাকে দেখা যাবে স্টার জলসার জিনপ্রিয় সিরিয়ালে ‘রামপ্রসাদে’। জানা গেছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
জানা গেছে ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘কৈলাসনাথ’। সম্প্রতি চ্যানেলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও থেকে জানা যাচ্ছে, ধারাবাহিকে তার নাম ‘কালিকাপ্রসাদ’। যিনি কী না একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি রামপ্রসাদের বাড়িতে এসেছেন ব্রাহ্মণ ভোজন উপলক্ষ্যে।
তবে সেখানে এসে চারপাশের মানুষের অজ্ঞানতা দেখে তিনি ভীষণ বিরক্ত। তবে কালিপ্রসাদের আশা রামপ্রসাদের বাড়িতে সেইসব ভুলত্রুটি হবেনা। সমস্ত নিয়মকানুন মেনেই এই ব্রাহ্মণভোজন সম্পন্ন হবে বলে ধারণা তার। আপাতত এইটুকুই দেখানো হয়েছে সাম্প্রতিক প্রকাশিত এই প্রোমোতে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই চরিত্র কতটা জায়গা করতে পারে দর্শকদের মনে।