Shaunak Sen

সত্যজিত রায়ের পর আবারও অস্কারের দৌড়ে বাংলা সিনেমা, মনোনীত হল শৌনক সেনের ছবি

ফিল্মি দুনিয়ার মানুষদের জন্য ‘অস্কার’ (Oscar) একটা স্বপ্ন। আর বিশ্বমঞ্চে অনেক আগেই বাংলা এবং বাঙালির নাম উজ্জ্বল করেছে শৌনক সেন (Shaunak Sen)। এই যেমন, গত বছরই কান চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন আই’ পুরস্কার জিতে নিয়েছিল শৌনকের ছবি ‘অল দ্য ব্রিদস’(All that breathes)।

আর এবার এই ছবির দৌলতেই আরো একবার অস্কারের স্বপ্ন দেখছে বাংলা। গত মঙ্গলবারই ‘দ্য অ্যাকাডেমি’র তরফে ঘোষণা করা হয়েছে ৯৫ তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকা। আর সেখানেই দেখা যাচ্ছে সেরা তথ্যচিত্র (ফিচার) বিভাগে মনোনীত হয়েছে ‘অল দ্যাট ব্রিদস’।

প্রসঙ্গত উল্লেখ্য, বাঙালির অস্কার বলতে কেবল সত্যজিৎ রায়। তারপর থেকে এখনও পর্যন্ত আর কোনো অস্কারের মুখ দেখেনি বাঙলা। যদিও তিনি সেবার প্রতিযোগিতার অংশ ছিলেননা। ‘পথের পাঁচালি’র পরিচালককে জীবনকৃতি সম্মানে ভূষিত করেছিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স।

তবে অসুস্থতার কারণে সেবার আর মঞ্চে উপস্থিত হতে পারেননি এই কিংবদন্তি পরিচালক। হাসপাতালের বিছানায় শুয়েই পুরস্কার নিয়েছিলেন তিনি। তারপর তিন দশক পেরিয়ে গেলেও বাঙালির ভাগ্যে আর অস্কার জোটেনি। এর আগে ২০২১ সালে সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

যদিও সেবার আর পুরস্কার ঘরে ওঠেনি। তবে এবার খরা কাটার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহেই ‘বাফটা’র নমিনেশন তালিকাতেও জায়গা করে নিয়েছে শৌনকের এই বিশ্ববন্দিত তথ্যচিত্র। ছবি প্রসঙ্গে বললে, দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদের একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকা দুই ভাইয়ের গল্প দেখিয়েছে শৌনক।

৯০ মিনিটের এই তথ্যচিত্রটিতে আহত পাখিদের কথা আনা হয়েছে। আর এইসব পাখিদের সেবা শুশ্রষা করতেই তাদের জীবন উৎসর্গ করে দেয় এই দুই ভাই। আর এইভাবেই শৌনকের এই ডকু-ফিচার মোড় নেয় অন্য খাতে। এই প্রকৃতির প্রতিটা জীবনেরই যে, সমান মূল্য রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করেছে শৌনক।

Avatar

Moumita

X