after sohag jol serial zee banglas mukut serial may be air off soon

Moumita

মাত্র ৪ মাসেই সফর শেষ, ‘সোহাগ জল’র পর বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক

Zee Bangla’s Another Serial May Air Off Soon : বাংলা সিরিয়ালের (Bangla Serial) অবস্থা এখন এমন যে, টিআরপি-তে (TRP) বিন্দুমাত্র আঁচ এলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালের ঝাঁপি। দু-তিন বছর তো দূরের কথা, এখন তো দু তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালের ঝাঁপি। তালিকায় রয়েছে তৃণা সাহার ‘বালিঝড়’, সুস্মিতা দে-র ‘বৌমা একঘর’। গত মাসেই শেষ হয়েছে সোহাগ জল (Sohag Jol) ধারাবাহিক।

   

জুন মাসে মানালি দে-র ‘কার কাছে কই মনের কথা’ আসা মাত্রই বন্ধ করে দেওয়া হয় এই সিরিয়ালটি। আর সেই জায়গায় সম্প্রচারিত হওয়া খেলনা বাড়িকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাত ৯টায়। আর স্টুডিওপাড়ার খবর, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে আরো একটি মেগা। টিআরপি কম থাকায় আরো একটি ধারাবাহিকের উপর কোপ বসাতে চলেছে জি বাংলা।

জানা যাচ্ছে, শুরু থেকেই টিআরপি কম থাকার কারণে খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে শ্রাবণী ভুঁইঞার (Srabani Bhuiyan) ‘মুকুট’ (Mukut)। যদিও জি বাংলা অনেক আশা নিয়ে এই সিরিয়াল শুরু করেছিল, তবে সেইরকম আশানুরূপ ফল দেখাতে পারেনি সিরিয়ালটি। ‘অনুরাগের ছোঁয়া’কে (Anurager Chhowa) টেক্কা দেওয়ার আশায় রাতারাতি তোমার খোলা হাওয়াকে দুপুরের স্লটে পাঠিয়ে শুরু হয়েছিল মুকুট।

এতে ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপি তো কমেইনি উল্টে বেড়েছে জনপ্রিয়তা। এদিকে শ্রাবণী ভুঁইয়া ও অর্ঘ্য মিত্র অভিনীত ধারাবাহিক ব্যর্থ হয় দর্শক মনে কোনওরকমের ছাপ ফেলতে। তড়িঘড়ি স্লট বদল করে পাঠানো হয় রাত ১০ টায়। তাতেও অবশ্য লাভের লাভ কিছুই হয়নি। কার্যত বলাই যায় যে, ‘মাধবীলতা’র পর আরো একবার ফ্লপের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।

আর সেই কারণেই এবার খবর, এই ‘ফ্লপ মেগা’ কে আর টেনে নিয়ে যেতে চাইছেনা চ্যানেল কর্তৃপক্ষ। খুব সম্ভবত চলতি জুলাই মাসেই হয়ে যাবে শেষ শুটিং। এবং সেই জায়গায় আসবে ক্রিস্টাল প্রোডাকশনের নতুন মেগা। এদিকে সিরিয়ালটি নিয়ে বিতর্কও কম কিছু নয়। ব্লুজ প্রোডাকশনের সঙ্গে সমস্যা হওয়ায় প্রথমেই বেরিয়ে আসেন শ্রীপর্ণা।

Tollywood,Entertainment,Gossip,Bangla Serial,Anurager Chhowa,Mukut,Sohag Jol,Mukut Is Going To Air Off,টলিউড,বিনোদন,গসিপ,মুকুট,সোহাগ জল,অনুরাগের ছোঁয়া,বন্ধ হচ্ছে মুকুট সিরিয়াল

কিছুদিন পর বেরিয়ে আসেন যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্রীপর্ণা বিষয়টি খোলাসা না করলেও চুপ থাকেননি যুধাজিৎ। ফেসবুকে লেখেন, ‘শিল্পীর মানহানি করে শিল্পকে ভালোবাসার মিথ্যে অভিনয়টা আর সহ্য হলো না। ভালোবেসে কাজটাই শুধু করতে পারি আর সেটুকুই করি। বিদায় অহংকার’। এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেক সিনিয়র অভিনেতা কাজ চলে যাওয়ার ভয়ে কিছু বলে না, অপমান গিলে নেয় সেটে।’ এসব বিতর্কের মাঝেই সামনে এল সিরিয়ার বন্ধের খবর।