Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Bodhisatwer Bodhbudhdhi,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বোধিসত্ত্বের বোধবুদ্ধি

Moumita

শেষদিনের শুটিং শেষ, কূটকচালি না থাকায় মাত্র ৫ মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার এই সিরিয়ালটি

সম্প্রতি বাংলা টেলিভিশনে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে। টিআরপি কমতেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল। এই যেমন আজকেই শেষ হয়েছে স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘ধুলোকণা’। এছাড়াও খবর মিলেছে যে, আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে জি বাংলার আরো একটি ধারাবাহিক।

   

শুরু থেকেই বিশেষ নজর কাড়তে সক্ষম হয়নি জি বাংলার এই সিরিয়ালটি। রাতের স্লটে বেশকিছুদিন টিকে থাকলেও বছর শেষের আগেই বন্ধ করা হচ্ছে এই মেগা। এমনকি গত শনিবারই হয়ে গেল শেষদিনের শুটিং। মাত্র পাঁচ মাসের মধ্যেই খাতা বন্ধ হওয়ায় মন খারাপের রেশ কলাকুশলীদের মধ্যে।

হ্যাঁ, ‘উড়ন তুবড়ি’র পর এবার বন্ধ হচ্ছে ছোটদের মেগা সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। সম্পূর্ণ ভিন্ন কনসেপ্ট নিয়ে তৈরি হলেও দর্শক বিশেষ ভালোবাসা দেয়নি এই সিরিয়ালটিকে। আর তাই মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে গেল বোধি-বাবু-মুন্নী-বাবুইয়ের পরিবার।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Bodhisatwer Bodhbudhdhi,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বোধিসত্ত্বের বোধবুদ্ধি

এইদিন মুন্নী জানায়, ‘বাবুই তো সকাল থেকে উঠে কাঁদছে’। তবে এই খারাপ লাগার মাঝেও ছোটরা এদিন পেটপুজো করেছে জমিয়ে। বাবুই ওরফে ময়ূখের কথায়, ‘আজ আমরা বিরিয়ানি, চিকেন টিক্কা কবাব খেয়েছি, মজা হয়েছে’। তবে সংবাদমাধ্যমের সামনে একদম থমথমে মুখে বোধি।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Bodhisatwer Bodhbudhdhi,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বোধিসত্ত্বের বোধবুদ্ধি

ধারাবাহিকে বোধি-মুন্নীদের দাদুর ভূমিকায় অভিনয় করছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘আমার তো খুব মন খারাপ। ওই ছোট্ট মেয়েটা, মুন্নী সে তো দাদু বলতে অজ্ঞান। আশা করেছিলাম এটা আরও চলবে। তবে সবকিছুরই শেষ আছে। অভিনয়ের বাইরে গিয়ে বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসতো আর মন খারাপ হয়ে গেল’।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Bodhisatwer Bodhbudhdhi,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বোধিসত্ত্বের বোধবুদ্ধি

প্রসঙ্গত, গত মাসেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে দুটি নতুন ধারাবাহিক- ‘নিম ফুলের মধু’ এবং ‘সোহাগ জল’। শুরু থেকেই ছক্কা হাঁকিয়েছে মেগা দুটি। অপরদিকে আগামী সোমবার থেকে শুরু হবে ‘তোমার খোলা হাওয়া’। আর তারপরেই আসবে ‘রাঙা বৌ’।