পার্থ মান্নাঃ সকাল হতেই ফের দুঃসংবাদ! লাইনচ্যুত হয়ে ছিটকে গেল একাধিক বগি। এমন একটা খবর পেয়ে ট্রেন যাত্রার প্রতি আরও ভয় বাড়ল সাধারণ মানুষের। বিগত কয়েকমাস যাবৎ একেরপর এক ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে। যার জেরে আগে যেখানে দূরপাল্লার যাত্রার জন্য ট্রেনকেই সবচেয়ে নিরাপদ ও বাজেট অপশন ধরা হাত সেটাই এখন মানুষের মনের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের আজকের দুর্ঘটনা সেই ভয়টাই আরও বাড়িয়ে দিল সকল যাত্রীদের মনে।
যেমনটা জানা যাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার আলিপুর দুয়ারে নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে সকাল ৬ টা ২৬ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। যার ফলে মালগাড়ির ৫টি বগি লাইনথেকে ছিটকে বেরিয়ে। গিয়েছে। তবে যাত্রীহীন হওয়ার কারণে বড়সড় দুর্ঘটনার থেকে রেহাই পাওয় গিয়েছে। এপর্যন্ত কোনোরকম হতাহতের খবর মেলেনি।
ইতিমধ্যেই ঘটনা স্থলে হাজির হয়েছেন DRM আলিপুরদুয়ারের আধিকারিকেরা। এক আধিকারিকের মতে, উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে বেশ কিছু উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন। যদিও উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ট্রেন চলাচল ব্যাহত হয়নি। লাইনে মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।
প্রসঙ্গত, ঘন ঘন এমন রেল দুর্ঘটনার খবর আসার ফলে সাধারণ মানুষের মনে সত্যিই ভয় জাগাতে শুরু করেছে ট্রেন যাত্রা। এর আগে কয়েকমাস আগে উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেমসের একাধিক বগি লাইন থেকে ছিটকে গিয়ে ভয়ানক দুর্ঘটনা হয়েছিল। বহু মানুষ মারা গিয়েছিলেন। এবার সেই স্মৃতিই আবারও মানুষের মতে তাজা করে দিলে আজকের দুর্ঘটনা। তাছাড়া যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।