টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,অদিতি চ্যাটার্জী,Tollywood,Entertainment,Gossip,Serial,Telivision,Aditi Chatterjee

তুখোড় অভিনয়, অসাধারণ সুন্দরী, তবুও বড়ো পর্দায় মেলেনি সুযোগ, ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য অদিতি চ্যাটার্জীর

টেলিভিশনের খ্যাতনামা নাম হলো অদিতি চ্যাটার্জি। যেমন সৌন্দর্য তেমন অভিনয়। দীর্ঘ বেশ কয়েকবছর ধরে টলিউডে কাজ করছেন তিনি। কখনও মা তো আবার কখনও শাশুড়ি আবার বৌদিমনির ভূমিকাতেও সমান পারদর্শী তিনি। তার অভিনয় যেন ছাপিয়ে যায় সবকিছুকেই।

বর্তমানে তিনি কাজ করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে। ধারাবাহিকে মূখ্য চরিত্র আহিরের মা তথা পিলুর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন তিনি। ছোটো পর্দায় তার মাত্রা শুরু হয়েছিলো ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে নন্দিনীর হাত ধরে।

সেখান থেকে সেই যে শুরু হয়েছে আজও তার অভিনয় যাত্রা অব্যাহত। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্রশকমহলকে। ৪০ এর গণ্ডি না পেরিয়েও অনায়াসে বয়স্কা মা কাকিমাদের চরিত্রে খাপ খাইয়ে যান তিনি। তার অভিনয় এতোটাই সাবলীল যে দেখে মনেই হবেনা তিনি সেই চরিত্রের জন্য মানানসই নন।

এককথায় রূপে লক্ষ্মী গুনে সরস্বতী কথাটা যেন অদিতির ক্ষেত্রেই খাটে। তবে এসবের মাঝে প্রশ্ন ওঠে যে, এতো প্রতিভা থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র টেলিভিশনেই রয়ে গেলেন? বুম্বাদার সাথে কাজ করার পরও বড়ো পর্দায় কেন দেখা গেলো না তাকে? এমনকি ছোটো পর্দাতেও সবসময় পার্শ্ব চরিত্রেই রয়ে গেলেন কেন আমরা ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখতে পেলামনা অদিতিকে?

সম্প্রতি এইসমস্ত প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী অদিতি চ্যাটার্জী। আর ভক্তদের এই সমস্ত প্রশ্নের উত্তরও দিলেন তিনি। অভিনেত্রীর কথা অনুযায়ী জানা গেলো, তিনি ছোটো পর্দাতে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বড়ো পর্দায় কাজ করার তীব্র আকাঙ্খা নেই তার।

আর এই কারণেই ছোটো পর্দাতেই কাজ করে যেতে চান তিনি। যদিও নায়িকা চরিত্রে কেন তার দেখা মেলেনা এই প্রশ্নের কোনো সদুত্তর দেননি অভিনেত্রী। অদিতির কথায়, অভিনয়টাই তার কাছে আসল কথা, তাতে করে সেটা যে কোনো চরিত্রই হোক না কেন। তিনি চেষ্টা করেন যে চরিত্রই তাকে দেওয়া হচ্ছে সেটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে। দর্রশকদের বিনোদন দেওয়াই তার কাজ আর তাতে কোনো খামতি রাখতে চান না তিনি।

Avatar

Moumita

X